০১. বিশ্বের দীর্ঘতম নদী কোনটি ?
(ক) আমাজন
(খ) মিসিসিপি
(গ) নীলনদ
(ঘ) হোয়াংহো
সঠিক উত্তরঃ হোয়াংহো
০২. নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় ?
(ক) যুক্তরাষ্ট্র
(খ) যুক্তরাজ্য
(গ) সুইডেন
(ঘ) বেলজিয়াম
সঠিক উত্তরঃ সুইডেন
০৩. ‘মোনালিসা’ ছবিটি কে আঁকেন ?
(ক) লিওনার্দো দ্যা ভিঞ্চি
(খ) পিকাসো
(গ) মাইকের এনজেলো
(ঘ) র্যামর্বেট
সঠিক উত্তরঃ লিওনার্দো দ্যা ভিঞ্চি
০৪. শিল্প বিপ্লব কোন দেশে সংঘটিত হয় ?
(ক) ইংল্যান্ড
(খ) আমেরিকা
(গ) ফ্রান্স
(ঘ) জাপান
সঠিক উত্তরঃ ইংল্যান্ড
০৫. সার্ক সেক্রেটারিয়েট কোথায় অবস্থিত ?
(ক) দিল্লি
(খ) করাচি
(গ) কাঠমুন্ডু
(ঘ) কলম্বো
সঠিক উত্তরঃ কাঠমুন্ডু
০৬. প্রিন্সেস ডায়না কোথায় নিহত হন ?
(ক) লন্ডন
(খ) প্যারিস
(গ) রোম
(ঘ) নিউইয়র্ক
সঠিক উত্তরঃ প্যারিস
০৭. মার্ক কোন দেশের মুদ্রার নাম ?
(ক) জাপান
(খ) জার্মানি
(গ) ইংল্যান্ড
(ঘ) ফ্রান্স
সঠিক উত্তরঃ জার্মানি
০৮. ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত ?
(ক) ৫৪৩
(খ) ৪৪৫
(গ) ৪৫৩
(ঘ) ৫৪০
সঠিক উত্তরঃ ৫৪৩
০৯. ৬ষ্ঠ ব্রিকস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
(ক) মস্কো, রাশিয়া
(খ) দিল্লি,ভারত
(গ) ফোর্তালেজা, ব্রাজিল
(ঘ) বেইজং, চীন
সঠিক উত্তরঃ মস্কো, রাশিয়া
১০. ২০ তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
(ক) ২০-২৫ জুলাই ২০১৪
(খ) ২১-২৬ জুলাই ২০১৪
(গ) ২২-২৭ জুলাই ২০১৪
(ঘ) ২৩-২৮ জুলাই ২০১৪
সঠিক উত্তরঃ ২২-২৭ জুলাই ২০১৪