০১. ইন্টারনেট চালুর বছর
(ক) ১৯৫৯ (খ) ১৯৬৫ (গ) ১৯৬৯ (ঘ) ১৯৮১
সঠিক উত্তরঃ ১৯৬৯
০২. SI পদ্ধতিতে ভরের একক-
(ক)কিলোগ্রাম (খ) পাউন্ড (গ) গ্রাম (ঘ) আউন্স
সঠিক উত্তরঃ গ্রাম
০৩. প্রবল জোয়ারের কারণ, যখন-
(ক) সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে
(খ) চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে
(গ) পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
(ঘ) সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
সঠিক উত্তরঃ সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
০৪. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম-
(ক)ক্রনোমিটার (খ) কম্পাস (গ) সিসমোগ্রাফ (ঘ) সেক্সট্যান্ড
সঠিক উত্তরঃ সেক্সট্যান্ড
০৫. সুনামির কারন হলো-
(ক) আগ্নেগিরির অগ্নুৎপাত (খ) ঘূূর্ণিঝড় (গ) চন্দ্র ও সূর্যের আকর্ষণ (ঘ) সমুদ্র তলদেশের ভুমিকম্প
সঠিক উত্তরঃ সমুদ্র তলদেশের ভুমিকম্প
০৬. কত বছর পর পর হ্যালির ধুমকেতু দেখা যায় ?
(ক)৭০ বছর (খ) ৬৫ বছর (গ) ৭৬ বছর (ঘ) ৮০ বছর
সঠিক উত্তরঃ ৭৬ বছর
০৭. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?
(ক)কৃত্রিম সার প্রয়োগ (খ) পানি সেচ (গ) জমিতে নাইট্রোজেন ধরে রাখা (ঘ) প্রাকৃতিক সার প্রয়োগ
সঠিক উত্তরঃ পানি সেচ
০৮. কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে ?
(ক)০.১ সেকেন্ড (খ) ০.১ সেকেন্ড (গ) ০.০১ সেকেন্ড (ঘ) ০.০০১ সেকেন্ড
সঠিক উত্তরঃ ০.১ সেকেন্ড
০৯. টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয় ?
(ক) স্থায়ী চুম্বক (খ) অস্থায়ী চুম্বক (গ) সংকর চুম্বক (ঘ) প্রাকৃতিক চুম্বক
সঠিক উত্তরঃ স্থায়ী চুম্বক
১০. বিলিরুবিন তৈরি হয়-
(ক) পিত্তথলিতে (খ) কিডনিতে (গ) প্লীহায় (ঘ) যকৃতে
সঠিক উত্তরঃ যকৃতে