০১. ২ + ৪ + ৪ + ৮ + ১৬+ ……………. ধারাটির n সংখ্যক পদের সমষ্টি ২৫৪ হলে n -এর মান কত?
(ক) ৪
(খ) ৭
(গ) ৮
(ঘ) ৯
উত্তরঃ ৭
০২. কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬° হলে ক্ষুদ্রতম কোণের মান-
(ক) ৩৬
(খ) ৪১
(গ) ৪৯
(ঘ) ৪২
উত্তরঃ ৪১
০৩. ত্রিভুজের কয়টি অঙ্গ ?
(ক) তিনটি
(খ) ৪টি
(গ) ৫টি
(ঘ) ৬টি
উত্তরঃ ৬টি
০৪. ০.১ এর বর্গমূল কত?
(ক) ০.১
(খ) ০.০১
(গ) ০.২৫
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ কোনটিই নয়
০৫. ৬% হারে নয় মাসে ১০,০০০ টাকার উপর সুদ কত হবে?
(ক) ৪৫০
(খ) ৫০০
(গ) ৪০০
(ঘ) ৪২০
উত্তরঃ ৪৫০
০৬. a2 – b2 – c2 – 2bc, b2 – c2 – a2 – 2ca এর সাধারণ উৎপাদন কোনটি?
(ক) a – b + c
(খ) a + b – c
(গ)b + c – a
(ঘ) a + b + c
উত্তরঃ a + b + c
০৭. x2 + y2 = – 3 সমীকরণটির লেখচিত্র কি?
(ক) বৃত্ত
(খ) প্যারাবোলা
(গ) উপবৃত্ত
(ঘ) গোলক
উত্তরঃ বৃত্ত
০৮. ১০০৮ এর কতটি ভাজক আছে?
(ক) ২০
(খ) ২৪
(গ) ২৮
(ঘ) ৩০
উত্তরঃ ২০
০৯. ৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা-
(ক) ৫
(খ) ৩
(গ) ৭
(ঘ) ৪
উত্তরঃ ৪
১০. ১৩ সে. মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সে. মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য-
(ক) ২৪ সে. মি.
(খ) ১৮ সে. মি.
(গ) ১৬ সে. মি.
(ঘ) ১২ সে. মি.
উত্তরঃ ২৪ সে. মি.