০১. নিম্নের কোনটি বৃত্তের সমীকরণ?
(ক) ax2 + bx + c = 0
(খ) y2 = ax
(গ) x2 + y2 = 16
(ঘ) y2 = 2x + 7
উত্তরঃ x2 + y2 = 16
০২. 6 – 4x ≤ 14 হয় তাহলে এর মান কত?
(ক) x ≤ 2
(খ) x ≥ 2
(গ) x≤ – 2
(ঘ) x ≥– 2
উত্তরঃ x ≥– 2
০৩. একটি সংখ্যার অর্ধেক তার এক-তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যা কত?
(ক) ৫২
(খ) ৮৪
(গ) ১০২
(ঘ) -১০২
উত্তরঃ ১০২
০৪. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?
(ক) ৪৭
(খ) ৩৬
(গ) ২৫
(ঘ) ১৪
উত্তরঃ ২৫
০৫. একটি জিনিস নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত?
(ক) ১৪৪
(খ) ১৪০
(গ) ১২৪
(ঘ) ১২০
উত্তরঃ ১৪৪
০৬. x2 – 8x – 8y + 16 + y2 এর সঙ্গে কত যোগক করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে?
(ক) -2xy
(খ) 8xy
(গ) 6xy
(ঘ) 2xy
উত্তরঃ 2xy
০৭. a, b, c এর গড় মান 6, a – b = 4 এবং 6, a – b = 4 এর মান কত?
(ক) 6
(খ) 7
(গ) 8
(ঘ) 9
উত্তরঃ 8
০৮. ৯ + ৩৬ + ৮১ + ১৪৪ + ……… ধারাটির পরবর্তী পদ কত?
(ক) ১৬৯
(খ) ২২৫
(গ) ২৫৬
(ঘ) ২৭২
উত্তরঃ ২২৫
০৯. কোন স্কুলে ৫৩ জন ছাত্রের মধ্যে ৩৫ জন গান পছন্দ করে। ১৮ জন কবিতা পছন্ত করে। ১০ জন কোনকিছুই পছন্দ করে না। কতজন দুটোই পছন্দ করে ?
(ক) ১০
(খ) ১১
(গ) ১৩
(ঘ) ১৪
উত্তরঃ ১১
১০. কেন্দ্র থেকে বৃত্তের দৈর্ঘ্যকে কী বলে?
(ক) ব্যাস
(খ) ব্যাসার্ধ
(গ) জ্যা
(ঘ) পরিধি
উত্তরঃ ব্যাসার্ধ