বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন “জেলা পর্যায়ে আইটি/হাই-টেক পার্ক স্থাপন (১২টি জেলায়)” শীর্ষক প্রকল্পের প্রকল্প মেয়াদ কালীন (জুন-২০২০) সময়ের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে।
পদসমূহঃ উপ-সহকারী প্রকৌশী (সিভিল), উপ-সহকারী প্রকৌশলী (ই/এম), সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাশিয়ার, ওয়ার্ক এসিস্টেন্ট, ড্রাইভার।
আবেদনপত্র প্রকল্প পরিচালক, “জেলা পর্যায়ে আইটি/হাই-টেক পার্ক স্থাপন (১২টি জেলায়) শীর্ষক প্রকল্প, আইসিটি টাওয়ার (১০ম তলা), আগারগাঁও, ঢাকা-১২০৭ বরাবর ০৩-০৮-২০১৭ তারিখের মধ্যে ডাক/কুরিয়ারযোগে পাঠাতে হবে।