০১. ইয়াসির আরাফাত কোন সালে PLO এর চেয়ারম্যান হন?
(ক) ১৯৬৪ সালে
(খ) ১৯৬৯ সালে
(গ) ১৯৭০ সালে
(ঘ) ১৯৭১ সালে
উত্তরঃ ১৯৬৯ সালে
০২. তুরস্কের মুদ্রার নাম কী?
(ক) দিনার
(খ) দিরহাম
(গ) ডলার
(ঘ) লিরা
উত্তরঃ লিরা
০৩. জাফনা দীনা কোথায় অবস্থিত?
(ক) মালদ্বীপ
(খ) ইন্দোনেশিয়া
(গ) জাপান
(ঘ) শীলঙ্কা
উত্তরঃ শীলঙ্কা
০৪. কোন ঐতিহাসিক ঘটনার জন্য ১৭৮৯ সালটি বিখ্যাত ?
(ক) যুক্তরাষ্ট্রের স্বাধীনতা
(খ) ওয়াটার লুর যুদ্ধ
(গ) ফরাসি বিপ্লব
(ঘ) শিল্প বিপ্লব
উত্তরঃ ফরাসি বিপ্লব
০৫. বেনিটো মুসোলীনি কোন দেশের নেতা ছিলেন?
(ক) ফ্রান্স
(খ) ব্রিটেন
(গ) ইতালি
(ঘ) পর্তুগাল
উত্তরঃ ইতালি
০৬. ইনফরমেশন টেকনোলজি প্রফেশনাল এক্সামিনেশন কাউন্সিল ( ITPDC) এর বর্তমান সদস্য দেশ কতটি?
(ক) ৫টি
(খ) ৬টি
(গ) ৭টি
(ঘ) ৮টি
উত্তরঃ ৮টি
০৭. ২১ তম কমনওয়েলথ গেমস কবে অনুষ্ঠিত হবে?
(ক) ৪-১৫ মার্চ ২০১৮
(খ) ৪-১৫ মে ২০১৮
(গ) ৪-১৫ এপ্রিল ২০১৮
(ঘ) ৪-১৫ মে ২০১৮
উত্তরঃ ৪-১৫ মে ২০১৮
০৮. বিশ্বের কোন দেশে শিশু মৃত্যুর হার সবচেয়ে কম?
(ক) যুক্তরাষ্ট্র
(খ) যুক্তরাজ্য
(গ) আয়ারল্যান্ড ও ফিনল্যান্ড
(ঘ) লুক্সেমবার্গ ও আইসল্যান্ড
উত্তরঃ লুক্সেমবার্গ ও আইসল্যান্ড
০৯. বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?
(ক) বান্দরবান
(খ) চাঁপাইনবাবগঞ্জ
(গ) পঞ্চগড়
(ঘ) দিনাজপুর
উত্তরঃ বান্দরবান
১০. পূর্বাশা দ্বীপের অপর নাম-
(ক) নিঝুম দ্বীপ
(খ) সেন্ট মার্টিন
(গ) দক্ষিণ তালপট্টি
(ঘ) কুতুবদিয়া
উত্তরঃ দক্ষিণ তালপট্টি