অগ্রণী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে নিয়োগ

পদঃ ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও (চুক্তিভিত্তিক)

বেতন/ভাতাদি: আলোচনা সাপেক্ষে।

যোগ্যতা:

কোন স্বীকৃত বিশ্ববিদ্যাল হতে ২য় শ্রেণীর (সমমানের সিজিপিএ) স্নাতক (সম্মান) সহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী। কোন ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য নয়।

ফিন্যান্স, ব্যাংকিং, অর্থনীতি, একাউন্টিং, এসিএ, এফসিএ, এসিএমএ, এফসিএমএ, এমবিএ ডিগ্রীধারীগণ অগ্রাধিকার পাবেন।

ব্যাংকিং ডিপ্লোমা উভয় উভয় পর্ব (ডিএআইবিবি) উত্তীর্ণ এবং কম্পিউটার দক্ষতাসম্পন্ন হতে হবে। নূন্যতম জেনারেল ম্যানাজার বা সমমানের পদে চাকুরীসহ কোন ব্যাংকে ব্যাংক কর্মকর্তা  হিসেবে ২০ (বিশ) বৎসর চাকুরী।

বয়সসীমাঃ ৩১-০১-২০১৭ তারিখে সর্বোচ্চ ৬০(ষাট) বছর।

আবেদনের শেষ সময়: ২৫-০১-২০১৭।

দরখাস্ত ও দরখাস্তের সাথে সংযুক্ত আনুষাঙ্গিক কাগজপত্রাদি Scan করে Soft copy [email protected], [email protected] -এ e-mail-এ প্রেরণ করতে হবে।

অগ্রণী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে নিয়োগ