পয়ত্রিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা এক মাস পিছিয়ে দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
৬ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ৬ মার্চ থেকে এই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ন নেছারউদ্দিন।
মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত জটিলতার জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।
“ফেব্রুয়ারিতে এসএসসিসহ বেশ কয়েকটি পরীক্ষা রয়েছে। আমাদের ২০০ এর বেশি কেন্দ্র প্রয়োজন। সব মিলিয়ে পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে।”
৩৫তম বিসিএসে অংশ নিতে দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেছেন, যা বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী।
এর আগে ৩৪তম বিসিএসে দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন আবেদন করেছিলেন। সেই হিসাবে গত বিসিএস থেকে ৩৫তম বিসিএসে ২২ হাজার ৫৩২ জন বেশি প্রার্থী আবেদন করেছেন।
৩৫তম বিসিএসে অংশ নিতে ঢাকা কেন্দ্রের অধীনে পরীক্ষাং অংশ নিতে এক লাখ ৫৫ হাজার ২৪৪ জন, রাজশাহী কেন্দ্রে ২১ হাজার ৮৭৩ জন এবং চট্টগ্রামে ২০ হাজার ৪৬৯ জন প্রার্থী আবেদন করেছেন।
এছাড়া খুলনা কেন্দ্রে ১৪ হাজার ৭৮ জন, বরিশালে পাঁচ হাজার ৭২৯ জন, সিলেটে নয় হাজার ৮৫৮ জন এবং রংপুর কেন্দ্রের অধীনে পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১৬ হাজার ৮৫৬ জন।