০১. মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
(ক) উত্তর-পূর্ব (খ) পূর্ব (গ) দক্ষিণ-পূর্ব (ঘ) পশ্চিম
উত্তরঃ দক্ষিণ-পূর্ব
০২. ভারত থেকে কতগুলো আন্তর্জাতিক নদী বাংলাদেশে প্রবেশ করেছে?
(ক) ৫৪টি (খ) ১টি (গ) ৩টি (ঘ) ২৮টি
উত্তরঃ ৩টি
০৩. বাংলাদেশের উষ্ণজলের ঝর্ণাধারা অবস্থিত?
(ক) বায়ু (খ) হাকালুকি (গ) সীতাকুণ্ড (ঘ) হিমছড়ি
উত্তরঃ সীতাকুণ্ড
০৪. প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত কোনটি?
(ক) মংলা (খ) চট্টগ্রাম (গ) নারায়ণগঞ্জ (ঘ) টঙ্গী
উত্তরঃ নারায়ণগঞ্জ
০৫. ভারতবর্ষে মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
(ক) বাবর (খ) আকবর (গ) হুমায়ূণ (ঘ) শেরশাহ
উত্তরঃ বাবর
০৬. সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কী?
(ক) সোনারগাঁ (খ) জাহাঙ্গীরনগর (গ) ঢাকা (ঘ) গৌড়
উত্তরঃ গৌড়
০৭. বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে?
(ক) ১৭০০ (খ) ১৭৬২ (গ) ১৭৬৫ (ঘ) ১৭৯৩
উত্তরঃ ১৭৯৩
০৮. অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী-
(ক) খাজা নাজিমুদ্দিন (খ) এ কে ফজলুল হক (গ) মোহাম্মদ আলী (ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ এ কে ফজলুল হক
০৯. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন?
(ক) ৬ দফা (খ) ৪ দফা (গ) ৫ দফা (ঘ) ৭ দফা
উত্তরঃ ৪ দফা
১০. মুক্তিযোদ্ধের সময় বিগ্রেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল?
(ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি
উত্তরঃ ৩টি