০১. ১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে ‘এক দেশ, দুই পদ্ধতি’ নীতি চালু হয়?
(ক) লাউস (খ) ভিয়েতনাম (গ)মঙ্গোলিয়া (ঘ) গণচীন
উত্তরঃ গণচীন
০২. ভারতের কোন অঞ্চলের সাতটি প্রদেশকে ‘সেভেনসিস্টার্স’ বলা হয়?
(ক) উত্তরাঞ্চল (খ) উত্তর-পশ্চিমাঞ্চল (গ) উত্তর-পূর্বাঞ্চল (ঘ) দক্ষিণাঞ্চল
উত্তরঃ উত্তর-পূর্বাঞ্চল
০৩. ইয়াসির আরাফাত মারা যায় কোথায়?
(ক) জেরুজালেম (খ) রামাল্লায় (গ) প্যারিসে (ঘ) যুক্তরাজ্যে
উত্তরঃ প্যারিসে
০৪. সৌদি আরবের মুদ্রার নাম-
(ক) ইয়েন (খ) রিয়েল (গ)রুবল (ঘ) মার্ক
উত্তরঃ রিয়েল
০৫. সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত?
(ক) প্রশান্ত মহাসাগর (খ) বারত মহাসাগর (গ) আটলান্টিক মহাসাগর (ঘ) উত্তর মহাসাগর
উত্তরঃ আটলান্টিক মহাসাগর
০৬. ‘চীনের প্রাচীর’ চীন দেশের কোন সীমান্তে অবস্থিত?
(ক) উত্তর (খ) দক্ষিণ (গ)পূর্ব (ঘ) পশ্চিম
উত্তরঃ উত্তর
০৭. কখনো ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন না-
(ক) দেবগৌড়া (খ) জ্যোতি বসু (গ)মোরবজী দেশাই (ঘ) লালবাহাদুর শাস্ত্রী
উত্তরঃ জ্যোতি বসু
০৮. বিশ্বের বৃহত্তম ই-কমার্স বা অনলাইনভিত্তিক বেচাকেনার প্রতিষ্ঠানের নাম কী?
(ক) এখানেই.কম (খ) আলিবাবা(চীন) (গ) বিক্রয়.কম (ঘ) ওএলএক্স
উত্তরঃ আলিবাবা(চীন)
০৯. বর্তমানে বিশ্বে কোন দেশে শিশু মৃত্যুর হার সর্বাধিক?
(ক) এঙ্গালো (খ) বিয়েরালিওন (গ) তুরস্ক (ঘ) নাইজেরিয়া
উত্তরঃ বিয়েরালিওন
১০. বিশ্বের কোন দেশ সর্বাধিক লোক অপুষ্টিতে ভোগে?
(ক) বাংলাদেশ (খ) চীন (গ)পাকিস্তান (ঘ) ভারত
উত্তরঃ ভারত