০১. বাঁশি বাজে ওই দূরে- কোন বাচ্যের উদাহরণ?
(ক) ভাববাচ্য (খ) কর্তৃবাচ্য (গ) কর্ম-কর্তৃবাচ্য (ঘ) কর্মবাচ্যের
উত্তরঃ কর্ম-কর্তৃবাচ্য
০২. ‘অন্যপুষ্ট’ কোন পাখিকে বলা হয়?
(ক) কাক (খ) কোকিল (গ) কবুতর (ঘ) আম্র
উত্তরঃ কোকিল
০৩. সমার্থক যুগ্ম শব্দটি চিহ্নিত করুন-
(ক) হাসি-খুশি (খ) আকাশ-পাতাল (গ) কালি-কলম (ঘ) দিন-দিন
উত্তরঃ হাসি-খুশি
০৪. ‘কূপ-মণ্ডূপ’ –বাগধারাটির দ্বারা কী বোঝায়?
(ক) সীমিত জ্ঞানের মানুষ (খ) বিশ্বাসপ্রবণ (গ) সাধারণ মানুষ (ঘ) অলস
উত্তরঃ সীমিত জ্ঞানের মানুষ
০৫. কোনটি শুদ্ধ শব্দ?
(ক) স্বশুর (খ) শ্বসুর (গ) শশুর (ঘ) শ্বশুর
উত্তরঃ শ্বশুর
০৬. ভাবের বাহন কী?
(ক) ভাষা (খ) সাহিত্য (গ) সংগীত (ঘ) ইতিহাস
উত্তরঃ ভাষা
০৭. কমলাকান্ত কোন সম্প্রদায়ের লোক ছিলেন?
(ক) ব্রাহ্মণ (খ) কায়স্থ (গ) শূদ্র (ঘ) কৈর্তক
উত্তরঃ ব্রাহ্মণ
০৮. ‘ফ্রেঞ্চ রেভোল্যুশন’-এর রচয়িতা কে?
(ক) এডম- বার্ক (খ) কার্ল মার্কস (গ) হিউল (ঘ) লিও টলস্টয়
উত্তরঃ এডম- বার্ক
০৯. ‘চাকর’ কোন ভাষার শব্দ?
(ক) চীনা (খ) বর্মি (গ) হিন্দি (ঘ) তুর্কি
উত্তরঃ তুর্কি
১০. ‘বিশ্ববিদ্যালয়’ শব্দে কয়টি অক্ষর (Syllable) ?
(ক) ৩টি (খ) ৪টি (গ) ৫টি (ঘ) ৬টি
উত্তরঃ ৩টি