৪৯০ পদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ

দেশের ৬৪ জেলার প্রতিটি উপজেলায়, অর্থাৎ ৪৯০টি উপজেলায় জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের (৬৪ জেলা) অধীনে আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতি উপজেলায় একজন করে ‘অফিস সহায়ক’ নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়স

আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ ও পাসপোর্ট আকৃতির তিন কপি ছবিসহ জীবনবৃত্তান্ত পাঠিয়ে পদটিতে আবেদন করতে পারবেন। আবেদন পাঠানোর ঠিকানা ‘ব্যবস্থাপনা পরিচালক, হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড গার্ড সার্ভিসেস লিমিটেড, ১৮/১ ডিআইটি রোড (পঞ্চম তলা), পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯’। আবেদন করা যাবে ১৫ ডিসেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ২৯ নভেম্বর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন :