0১.আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়-
(ক) বিদ্যুৎ খরচ কমানোর জন্য
(খ) অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের জন্য
(গ) বৈদ্যুতিক বাল্ব থেকে বেশি আলো পাওয়ার জন্য
(ঘ) বৈদ্যুতিক যন্ত্রপাতি যাতে সুষ্ঠুভাবে কাজ করে
সঠিক উত্তরঃ অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের জন্য
0২. পরমাণু চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে-
(ক) নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান
(খ) প্রোটন ও নিউট্রনের ওজন সমান
(গ) নিউট্রন ও প্রোটন নিউক্লিয়াসে থাকে
(ঘ) ইলেক্ট্রন ও প্রোটনের সংখ্যা সমান
সঠিক উত্তরঃ ইলেক্ট্রন ও প্রোটনের সংখ্যা সমান
0৩. মাইট্রোককন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন ?
(ক) ৭০% (খ) ৭২% (গ) ৭৩% ৮০%
সঠিক উত্তরঃ ৭৩%
0৪. বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে-
(ক) পাশাপাশি দুটো দাঁতের দাগ
(খ) অনেকগুলো ছোট ছোট দাঁতের দাগ
(গ) ক্ষতস্থান হতে প্রচুর রক্তপাত হতে থাকে
ঘ) ক্ষতস্থানে প্রচুর বিষ লেগে থাকে
সঠিক উত্তরঃ পাশাপাশি দুটো দাঁতের দাগ
0৫. লোকভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীন হয় কারণ-
(ক) লোকভর্তি ঘরে মানুষের সোরগোল হয়
(খ) শূন্য ঘরে নীরব থাকে
(গ) শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
(ঘ) শূন্য ঘরে শব্দের শোষণ বেশি হয়
সঠিক উত্তরঃ শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
0৬. সমুদ্র পৃষ্ঠে বায়ূর চাপ প্রতি বর্গ সে.মি. এ-
(ক) ৫ কি.মি. (খ) ১০ কি.মি. (গ) ২৭ কি.মি. (ঘ) ১০ নিউটন
সঠিক উত্তরঃ ১০ নিউটন
0৭. সিএনজি- এর অর্থ-
(ক) কার্বনমুক্ত নতুন পরিবেশ বান্ধব তেল
(খ) নতুন ধরনের ট্যাক্সি ক্যাব
(গ) সিসামুক্ত পেট্রোল
(ঘ) কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তরঃ কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
0৮. নারভাস সিস্টেমে স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কী বলে ?
(ক) নেফ্রেন (খ) নিউটন (গ) থাইমাস (ঘ) মাস্ট সেল
সঠিক উত্তরঃ নিউটন
0৯. রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মির বের হয় ?
(ক) মৃদু রঞ্জন রশ্মি (খ) বিটা রশ্মি (গ) গামা রশ্মি (ঘ) কসমিক রশ্মি
সঠিক উত্তরঃ গামা রশ্মি
১০. পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন ?
(ক) বায়ুর চাপ বেশি থাকার কারণে
(খ) বায়ুর চাপ কম থাকার কারণে
(গ) পাহাড়ের উপর বাতাস কম থাকায়
(ঘ) পাহাড়ের উপর তাপমাত্রা বেশি থাকায়
সঠিক উত্তরঃ বায়ুর চাপ কম থাকার কারণে