০১. ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ?
(ক) বারিধি (খ) সিন্ধু (গ) তরঙ্গ (ঘ) সাগর
সঠিক উত্তরঃ তরঙ্গ
০২. বনস্পতি এর সন্ধিবিচ্ছেদ কোনটি ?
(ক) বনঃ + পতি (খ) বন + স্পতি (গ) বনঃ + পতি (ঘ) বন + পতি
সঠিক উত্তরঃ বন + পতি
০৩. ‘হ্ম’ যুক্ত বর্ণটিতে কোন কোন বর্ণ সংযুক্ত আছে ?
(ক) স + হ (খ) ম + ম (গ) হ + ম (ঘ) ক + ক
সঠিক উত্তরঃ হ + ম
০৪. নিচের কোন বানানটি সঠিক ?
(ক) ছন্দসিক (খ) ছন্দসীক (গ) ছান্দসিক (ঘ) ছান্দসীক
সঠিক উত্তরঃ ছান্দসিক
০৫. ‘দীর্ঘজীবী হও।’ – এটি কী ধরনের বাক্য ?
(ক) বিবৃতিমূলক বাক্য (খ) প্রশ্নসূচক বাক্য (গ) ইচ্ছাসূচক বাক্য (ঘ) আদেশ বাক্য
সঠিক উত্তরঃ ইচ্ছাসূচক বাক্য
০৬. “আসল কথা এই যে, মানুষের দেহমনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রীড়া শ্রেষ্ঠ, কেননা তা উদ্দেশ্যহীন।” উক্তিটি কার ?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (গ) মাইকেল মধুসূদন দত্ত প্রমথ চৌধুরী
সঠিক উত্তরঃ প্রমথ চৌধুরী
০৭. সম্বোধনের পর কোন চিহ্ন বসে ?
(ক) সেমিকোলন (খ) দাঁড়ি (গ) কমা (ঘ) হাইফেন
সঠিক উত্তরঃ কমা
০৮. ‘তোমাকে হাঁটতে হবে।’ কোন বাচ্যের উদাহরণ ?
(ক) কর্মবাচ্য (খ) কর্তৃবাচ্য (গ) ভাববাচ্য (ঘ) কোনটিই নয়
সঠিক উত্তরঃ কর্মবাচ্য
০৯. ‘খুচরা’ শব্দের বিপরীত শব্দ-
(ক) দামি (খ) সস্তা (গ) পাইকারি (ঘ) বেশি
সঠিক উত্তরঃ পাইকারি
১০. ‘ভূষণ্ডির কাক’ অর্থ-
(ক) ক্ষীনজীবী (খ) দীর্ঘজীবী (গ) কপটচারী (ঘ) বড় কাক
সঠিক উত্তরঃ দীর্ঘজীবী