University Grants Commission of Bangladesh এর HEQEP প্রকল্পের অর্থায়নে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে নিম্নলিখিত বিষয়ে পিএইচ.ডি গবেষণা করার জন্য উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে আগামী ২৭/১০/২০১৬ইং তারিখের মধ্যে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
১. গবেষণার বিষয়বস্তুঃ English to Bangla Translation (ETB)
২. গবেষণার মেয়াদকালঃ ৩ বছর
৩. মাসিক ভাতাঃ পূর্ণকালীন গবেষককে মাসিক ৫৫,০০০/-(পঞ্চান্ন হাজার) টাকা ভাতা প্রদান করা হবে।
৪. ভতর্ির প্রক্রিয়া ও যোগ্যতাঃ
i. Candidates with Masters (Thesis), M. Phil, or M. Sc (Engineering) degrees are eligible for application for Ph.D. A candidate who passed under course system and seek admission to Ph.D program has to have first class in masters or 50% marks in Masters and at least 2nd division in all public examination.
ii. University teachers with two years teaching experience and one publication in standard academic journals.
iii. Teachers of colleges with three years of teaching experience and one publication in a standard academic journals.
iv. A candidates is required to apply in the prescribed form (ww.sust.edu/cse/phd.pdf) to the head of the discipline Candidates will be selected after a written and/or viva voce examination and proper evaluation of academic records by the Graduate Study Committee.