০১. বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে ?
(ক) চামড়া (খ) পাট (গ) চিংড়ি (ঘ) পোশাক শিল্প
সঠিক উত্তরঃ পোশাক শিল্প
০২. কুয়াকাটা কোন জেলায় অবস্থিত ?
(ক) পটুয়াখালীতে (খ) ভোলা (গ) ঝালকাঠি (ঘ) পিরোজপুর
সঠিক উত্তরঃ পটুয়াখালীতে
০৩. যে নদীটির উৎস ও সমাপ্তি বাংলাদেশে ?
(ক) মাতামুহুরী (খ) নাফ (গ) পদ্মা (ঘ) সাঙ্গু
সঠিক উত্তরঃ সাঙ্গু
০৪. স্পরসো কী ?
(ক) মহাকাশ গবেষণাকারী বেসরকারি সংস্থা
(খ) ভূ-উপগ্রহ
(গ) মহাকাশ গবেষণাকারী সরকারি সংস্থা
(ঘ) একটি আধুনিক মহাকাশ প্রযুক্তি
সঠিক উত্তরঃ মহাকাশ গবেষণাকারী সরকারি সংস্থা
০৫. বৌদ্ধধর্মের কনস্ট্যানটাইন কাকে বলে ?
(ক) আশোক (খ) চন্দ্রগুপ্ত (গ) মহাবীর (ঘ) গৌতম বুদ্ধ
সঠিক উত্তরঃ আশোক
০৬. ‘দীন-ই-ইলাহী’ প্রবর্তন করেন-
(ক) সম্রাট জাহাঙ্গীর (খ) সম্রাট শাহজাহান (গ) সম্রাট আকবর (ঘ) সম্রাট আওরঙ্গজেব
সঠিক উত্তরঃ সম্রাট আকবর
০৭. কার সময় বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করা হয় ?
(ক) বখতিয়ার খলজি (খ) মুর্শিদকুলী খাঁ (গ) সম্রাট জাহাঙ্গীর (ঘ) শেরশাহ
সঠিক উত্তরঃ সম্রাট জাহাঙ্গীর
০৮. ব্রিটিশ ভারতের কোন ভাইসরয় বাংলা ভাগ করেন ?
(ক) লর্ড কার্জন (খ) লর্ড লিটন (গ) লর্ড হার্ডিঞ্জ (ঘ) লর্ড মিন্টো
সঠিক উত্তরঃ লর্ড কার্জন
০৯. কে ভাষা শহীদ নন?
(ক) নূর হোসেন (খ) রফিক (গ) জব্বার (ঘ) সালাম
সঠিক উত্তরঃ নূর হোসেন
১০. জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান-
(ক) ২য় (খ) ৭ম (গ) ৩য় (ঘ) ১ম
সঠিক উত্তরঃ ২য়