০১. মঙ্গলকাব্য রচনার মূলে উল্লেখিত কারন কি ?
(ক) রাজাদেশ প্রাপ্তি
(খ) স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ
(গ) রাজা ও সভাসদের মনোরঞ্জন করা
(ঘ) রাজকবির দায়িত্ব পালন করা
সঠিক উত্তরঃ রাজাদেশ প্রাপ্তি
০২. Ballad কী ?
(ক) লোকগীতি (খ) লোকগাথা (গ) মোজাম্মেল হক (ঘ) মজিবর রহমান সাহিত্যরতœ
সঠিক উত্তরঃ মোজাম্মেল হক
০৩. ‘আনোয়ারা’ উপন্যাসের রচয়িতকা কে ?
(ক) আব্দুল ওয়াদুদ (খ) ইসামইল হোসেন সিরাজী (গ) মোজাম্মেল হক (ঘ) মজিবর রহমান সাহিত্যরত্ন
সঠিক উত্তরঃ মজিবর রহমান সাহিত্যরত
০৪. ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী’ গানটির সুরকার কে ?
(ক) আলতাফ মাহমুদ (খ) সমর দাস (গ) আবদুল লতিফ (ঘ) আবদুল আলীম
সঠিক উত্তরঃ আলতাফ মাহমুদ
০৫. বাংলা ভাষার প্রথম সাময়িকী হলো-
(ক) দিগদর্শন (খ) বেঙ্গল গেজেট (গ) সমাচার দর্পন (ঘ) নবযুগ
সঠিক উত্তরঃ দিগদর্শন
০৬. ‘আমার সন্তান যেন তাকে দুধে ভাতে’ এটি কার প্রার্থনা-
(ক) ভাঁড়–দত্ত (খ) চাঁদ সওদাগর (গ) ঈশ্বরী পাটনী (ঘ) নলকুবের
সঠিক উত্তরঃ ঈশ্বরী পাটনী
০৭.যে ইংরেজ ব্যক্তির কাছে বাংলাভাষা চির ঋণী হয়ে আছে তার নাম-
(ক) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক (খ) উইলিয়াম কেরি (গ) লর্ড ক্লাইভ (ঘ) লর্ড ডালহৌসি
সঠিক উত্তরঃ উইলিয়াম কেরি
০৮. কোনটি সামাজিক উপন্যাস ?
(ক) কপালকুন্ডলা (খ) আনন্দমাঠ (গ) বিষবৃক্ষ (ঘ) দুর্গেশনন্দিনী
সঠিক উত্তরঃ বিষবৃক্ষ
০৯. প্রমথ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন ?
(ক) উপন্যাসে ইতিহাস বর্জনে
(খ) সাহিত্যে মুসলমান চরিত্র সৃষ্টিতে
(গ) চলিত ভাষার ব্যবহারে
গদ্য কবিতা রচনায়
সঠিক উত্তরঃ সাহিত্যে মুসলমান চরিত্র সৃষ্টিতে
১০. ‘বিশ্বনবী’ গ্রন্থের রচয়িতা কে ?
(ক) ফররুখ আহমেদ (খ) আকরাম খাঁ (গ) মীর মশাররফ হোসেন (ঘ) গোলাম মোস্তফা
সঠিক উত্তরঃ গোলাম মোস্তফা
১১. ‘কবর’ কবিতাটি কোন ছন্দে রচিত ?
(ক) স্বরবৃত্ত (খ) মাত্রাবৃত্ত (গ) অক্ষরবৃত্ত (ঘ) ত্রিপদী
সঠিক উত্তরঃ মাত্রাবৃত্ত
১২. “এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান,
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তুপ-পিঠে
চলে যেতে হবে আমাদের।” এটি কোন কবিতার লাইন ?
(ক) বিদ্রোহী (খ) ছাড়পত্র (গ) রঙ্গিলা নায়ের মাঝি (ঘ) শিশুপুত্র
সঠিক উত্তরঃ ছাড়পত্র
১৩. “গাহি সাম্যের গান
মানুষের চেয়ে বড় কিছুই নাই, নহে কিছু মহীয়ান।” কোন কবির কবিতার লাইন এটি ?
(ক) কাজী নজরুল ইসলাম (খ) সুকান্ত ভট্টাচার্য (গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য
১৪. ‘কাশিনাথ’ উপন্যাসটি কার লেখা ?
(ক) প্রভাত কুমার মুখোপাধ্যায় (খ) মানিক বন্দ্যোপাধ্যায় (গ) দামোদর বন্দ্যোপাধ্যায় (ঘ) বিভূতিভূষণ
সঠিক উত্তরঃ বিভূতিভূষণ
১৫. ‘অহিংসা’ উপন্যাসটি কার লেখা ?
(ক) প্রভাত কুমার মুখোপাধ্যায় (খ) মানিক বন্দ্যোপাধ্যায় (গ) দামোদর বন্দ্যোপাধ্যায় (ঘ) বিভূতিভূষণ
সঠিক উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়