০১. কোনটি তৎসম শব্দ ?
(ক) কলম (খ) ফুল (গ) বাড়ি (ঘ) চন্দন
সঠিক উত্তরঃ চন্দন
০২. শব্দ বা ধাতুর মূলকে কি বলে ?
(ক) বিভক্তি (খ) ধাতু (গ) প্রকৃতি (ঘ) কারক
সঠিক উত্তরঃ প্রকৃতি
০৩. ‘সৌম্য’ এর বিপরীত শব্দ-
(ক) শান্ত (খ) কঠিন (গ) উদ্ধত (ঘ) উগ্র
সঠিক উত্তরঃ উদ্ধত
০৪. বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি ?
(ক) ৬ টি (খ) ৭ টি (গ) ৯ টি (ঘ) ১০ টি
সঠিক উত্তরঃ ১০ টি
০৫. We means business -বাক্যটির অনুবাদ-
(ক) আমরা ব্যবসা বুঝি (খ) আমরা ব্যবসা বুঝিয়া থাকি (গ) আমরা আসলেই কাজ করি (ঘ) আমরা কাজ নিয়ে থাকি
সঠিক উত্তরঃ আমরা আসলেই কাজ করি
০৬. কাননে কুসুম কলি সকলি ফুটিল- বাক্যে কাননে কোন কারকে কোন বিভক্তি ?
(ক) কর্মে সপ্তমি (খ) অপাদানে সপ্তমী (গ) অধিকরণে সপ্তমী (ঘ) করণে শূণ্য
সঠিক উত্তরঃ অধিকরণে সপ্তমী
০৭. নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ ?
(ক) সবিতা (খ) অবনী (গ) সুধাকর (ঘ) কলানিধি
সঠিক উত্তরঃ সবিতা
০৮. ‘চকলেট’ শব্দটি এসেছে কোন ভাষা থেকে ?
(ক) ফারসি (খ) মেক্সিকান (গ) ইংরেজি (ঘ) পর্তুগিজ
সঠিক উত্তরঃ মেক্সিকান
০৯. কোন শব্দের বানান অশুদ্ধ ?
(ক) বৈশিষ্ট্য (খ) সশ্রদ্ধ (গ) ঘনিষ্ঠ (ঘ) বৈদগ্ধ
সঠিক উত্তরঃ বৈশিষ্ট্য
১০. ‘সিংহাসন’ শব্দটি কোন সমাসের উদাহরণ-
(ক) দ্বন্দ্ব (খ) তৎপুরুষ (গ) কর্মধারায় (ঘ) বহুব্রীহি
সঠিক উত্তরঃ কর্মধারায়
১১. ‘মরিতে চাহিনা আমি সুন্দর ভূবনে’ – এ চারণটি কার লেখা ?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) কাজী নজরুল ইসলাম (গ) জীবনানন্দ দাশ (ঘ) ফররুখ আহমদ
সঠিক উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১২. কোন বানানটি শুদ্ধ ?
(ক) প্রাণীবিদ্যা (খ) প্রাণিবিদ্যা (গ) মন্ত্রীসভা (ঘ) কৃতিত্ত্ব
সঠিক উত্তরঃ প্রাণিবিদ্যা
১৩. “চঞ্চু” শব্দের অর্থ কি ?
(ক) ঠোঁট (খ) মুখ (গ) চোখ (ঘ) কোনটিই নয়
সঠিক উত্তরঃ ঠোঁট
১৪. বাংলা বাক্যে ব্যবহৃত যদিচিহ্নের সংখ্যা কয়টি ?
(ক) ১৪ টি (খ) ১২ টি (গ) ৯ টি (ঘ) ৭ টি
সঠিক উত্তরঃ ১২ টি
১৫. ঘটিরাম- অর্থ কি ?
(ক) সস্তা (খ) বড়ঘাট (গ) পাল্লা দেয়া (ঘ) অপদার্থ
সঠিক উত্তরঃ সস্তা
১৬. অক্ষির সম্মুখে এক কথায় প্রকাশ কি হবে ?
(ক) সমুক্ষে (খ) প্রত্যক্ষ (গ) পরোক্ষ (ঘ) অগোচরে
সঠিক উত্তরঃ প্রত্যক্ষ
১৭. অন্তঃস্থ বর্ণ কোন দুটি ?
(ক) য,ব (খ) ল,ম (গ) প,হ (ঘ) স,ঞ
সঠিক উত্তরঃ য,ব
১৮. কোনটি তৎসম শব্দ ?
(ক) চা (খ) চেয়ার (গ) ধর্ম (ঘ) কোনটিই নয়
সঠিক উত্তরঃ ধর্ম
১৯. কোনটি ‘কপোল’ এর প্রতিশব্দ ?
(ক) লালাট (খ) গাল (গ) কপাল (ঘ) বৃষ্টি
সঠিক উত্তরঃ গাল
২০. ‘পঞ্চমী তৎপুরুষের উদাহরণ কোনটি ?
(ক) জেলমুক্ত (খ) ছাত্রাবাস (গ) শ্রমলদ্ধ (ঘ) মধুমাখা
সঠিক উত্তরঃ জেলমুক্ত