*** নিচের কোনটি ফল নয়?
ক. টমোটো খ. শশা
গ. আম ঘ. গাজর
সঠিক উত্তর : ঘ. গাজর
*** বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি?
ক. ছেড়া দ্বীপ খ. সেন্টমার্টিন দ্বীপ
গ. মনপুরা ঘ. শাহবাজপুর দ্বীপ
সঠিক উত্তর : খ. সেন্টমার্টিন দ্বীপ
*** দক্ষিণ তালপট্রি দ্বীপ নিম্নের কোন জেলায় অবস্থিত?
ক. সাতক্ষীরা খ. ভোলা
গ. নোয়াখালী ঘ. চট্রগ্রাম
সঠিক উত্তর : ক. সাতক্ষীরা
*** বাংলাদেশের কোন জেলায় ‘চর কুকড়ি মুকড়ি’ অবস্থিত?
ক. নোয়াখালী খ. পটুয়াখালী
গ. ভোলা ঘ. ফেনী
সঠিক উত্তর : গ. ভোলা
*** কংস নদী কোন জেলার মধ্যে দিয়ে প্রবাহিত?
ক. টাঙ্গাইল খ. ময়মনসিংহ
গ. শেরপুর ঘ. জামালপুর
সঠিক উত্তর : গ. শেরপুর
৫৭। প্রথম বারের মত বাংলাদেশের বায়ুবিদ্যুৎ প্রকল্প স্থাপিত হয়?
ক. চট্রগ্রাম খ. ফেনীতে
গ. নোয়াখালীতে ঘ. লক্ষীপুরে
সঠিক উত্তর : খ. ফেনীতে
*** ১৯৭২ সালের কোন মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করেন-
ক. জানুয়ারি খ. ফেব্রুয়ারি
গ. মার্চ ঘ. এপ্রিল
সঠিক উত্তর : ক. জানুয়ারি
*** ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছেল ১৯৭১ সালের ডিসেম্বর মাসের-
ক. ০৫ তারিখে খ. ০৬ তারিখে
গ. ০৭ তারিখে ঘ. ০৮ তারিখে
সঠিক উত্তর : খ. ০৬ তারিখে
*** নিন্মের কোন ব্যাক্তি ভাস্কর্য শিল্পী নহেন?
ক. মৃণাল হক খ. নির্মলেন্দু গুণ
গ. নিতুন কুন্ড ঘ. হামিদুজ্জামান
সঠিক উত্তর : খ. নির্মলেন্দু গুণ
*** বাংলাদেশের প্রত্নতত্ত্ব যুদুঘর কোথায় অবস্থিত?
ক. ঢাকা খ. মহাস্থানগড়
গ. সোনারগাাঁ ঘ. ময়নামতি
সঠিক উত্তর : খ মহাস্থানগড়
*** “রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য” এই মামলা থেকে ১৯৬৯ সালে নিম্নের কোন তারিখে পাকিস্তানী সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেন?
ক. ২২ এপ্রিল খ. ২২ জানুয়ারী
গ. ২২ মার্চ ঘ. ২২ ফেব্রুয়ারি
সঠিক উত্তর : ঘ. ২২ ফেব্রুয়ারি