ত্রয়োদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আগামী ১২ আগস্ট (স্কুল ও স্কুল ২ পর্যায়) এবং ১৩ আগস্ট (কলেজ পর্যায়) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইট (ntrca.teletalk.com.bd) থেকে ডাউনলোড করা যাবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্রে থাকবে আসন বিন্যাসসহ প্রয়োজনীয় সব তথ্য।
এর আগে ১৩ জুন বেসরকারি শিক্ষক নিয়োগের জন্য ত্রয়োদশ নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির ফল প্রকাশ করেছে এনটিআরসিএ। প্রকাশিত প্রিলিমিনারি ফল অনুযায়ী স্কুল-২ পর্যায়ে পাসের হার ৩ দশমিক ২২ শতাংশ, স্কুল পর্যায়ে ২৯ দশমিক ৬৭ শতাংশ এবং কলেজ পর্যায়ে পাসের হার ২৭ দশমিক ৫৭ শতাংশ।
প্রিলিমিনারিতে স্কুল-২ পর্যায়ে ৬২০ জন, স্কুল পর্যায়ে ৯০ হাজার ৯৪৪ জন এবং কলেজ পর্যায়ে ৫৫ হাজার ৬৯৮ জন উত্তীর্ণ হয়েছেন। মোট উত্তীর্ণের সংখ্যা এক লাখ ৪৭ হাজার ২৬২ জন। মোট পাসের হার ২৭ দশমিক ৯০ শতাংশ।
ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সিলেবাস দেখুন এই লিংক থেকে-