এমপিও তালিকা থেকে এক হাজার পাঁচশ একান্ন জন শিক্ষক-কর্মচারির নাম কর্তন হয়েছে।
গত দুই বছরে জালিয়াতি করে এমপিওভুক্তি, সনদের ভেজাল, জন্ম তারিখে ঘষামাজা, নিয়োগের কাগেজে গরমিল ও অবসরে যাওয়াসহ বিভিন্ন কারণে জুলাই মাসের এমপিওর তালিকা থেকে এসব শিক্ষক-কর্মচারির নাম কর্তন হয়েছে বলে নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কর্মকর্তারা।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. শেখ মো. ওয়াহিদুজ্জামান বলেন, জালিয়াতি বা দুর্নীতি করে এমপিওভুক্ত হয়ে কেউ রেহাই পাবে না।