প্রাপ্ত সকল আবেদন বিধি-বিধানের আলোকে মেধার ভিত্তিতে বাছাইপূর্বক এনটিআরসিএ থেকে প্রতিটি পদের বিপরীতে চূড়ান্তভাবে একজনকে নিয়োগের জন্য সুপারিশ করে সংশ্লিষ্ট স্কুল-কলেজ-মাদ্রাসার ব্যবস্থাপনা/পরিচালনা কমিটির নিকট প্রেরণ করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক পদ পূরণের চাহিদার বিস্তারিত তালিকা এনটিআরসিএ’র ওয়েবসাইটে (www.ntrca.gov.bd ও ngi.teletalk.com.bd)ই-এ্যাডভারটাইজমেন্ট হিসেবে প্রকাশ করা হয়েছে।
http://114.130.64.46/ntrca/app/requisition-list.php
নিয়োগ প্রক্রিয়া: (১-১২)
১। #মেধাতালিকা:
ক. উপজেলা
খ. জেলা
গ. বিভাগীয় (সবগুলো জেলা)
ঘ. জাতীয়
২। প্রার্থী বাছাই প্রক্রিয়া:
#প্রথমে উপজেলার মেধাতালিকা থেকে প্রার্থী বাছাই করবে।
#কিন্তু ঐ শূন্যপদের বিপরীতে যদি কেউ আবেদন না করে, সেক্ষেত্রে জেলার মেধাতালিকা থেকে পূরণ করবে।
#কিন্তু ঐ বিষয়ে জেলার যদি কেউ আবেদন না করে, সেক্ষেত্রে বিভাগীয় মেধাতালিকা থেকে পূরণ করবে।
#কিন্তু ঐ বিষয়ে বিভাগের যদি কেউ আবেদন না করে, সেক্ষেত্রে জাতীয় মেধা তালিকা থেকে পূরণ করবে।
৩। heart emoticon বিভাগীয় পদের জন্য নিজ নিজ বিভাগের সবাই আবেদন করতে পারবেন।
৪। ♠ তবে রাজধানী ঢাকার পদগুলোর জন্য সমগ্র বাংলাদেশের ১-১২ তম সবাই আবেদন করতে পারবেন। (জাতীয় মেধাতালিকার জন্য)।
৫। ★★★ একজন ব্যক্তি একাধিক বিষয়ে নিবন্ধন থাকলে, সে তার সবগুলো নিবন্ধীত বিষয়ে আবেদন করতে পারবে। কিন্তু আবেদন ফরম একটিই থাকবে। কিন্তু অপশন থাকবে অনেক।
যেমন: A. 10th Banking-BM
B. 11th Accounting
C. 12th Entrepreneurship Development
৬। #আপনাদের নিজ উপজেলায় শূন্য পদ না থাকলেও সবাই আবেদন করতে পারবেন। তাই সবাইকে আবেদন করার জনন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
৭। #কিন্তু যদি নিজ বিষয়ে জেলায় শূন্য পদ না থাকলে, বিভাগে দেখবেন, বিভাগে না থাকলে জাতীয়তে দেখবেন। এখানেও যদি না থাকে তাহলে-
বি.দ্র.: আপনারা ১৩ তম ও ১৪ তমের সাথে ২ বার আবেদনের সুযোগ পাবেন। তাই হতাশ হবেন না।
কয়টি আবেদন করবেন:
১। আবেদন করতে হবে #একটি কিন্তু অপশন থাকবে ৪ টি। আপনি ইচ্ছা করলে নিম্নের ৪টি অপশন পূরণ করতে পারবেন
যথা:
1. Upazila/Thana
2. District
3. Division
4. Dhaka North/South City
#যদি আপনার নিবন্ধনকৃত বিষয়ে নিজ উপজেলায় শূন্যপদ না থাকে, সে ক্ষেত্রও উপরের ৪ টিই পূরণ করে দিবেন (যদি অপশন থাকে)।
২। কোন প্রতিষ্ঠান চয়েস/পছন্দ করে আবেদন করা যাবে না।
৩। এবং আপনার সবগুলো নিবন্ধনকৃত বিষয়ে আবেদন করতে পারবেন।
#এক্ষেতেও আবেদন #একটাই, অপশন হিসাবে থাকবে সবগুলো বিষয়। আপনি নিম্নোক্ত যে বিষয়ে নিবন্ধন করছেন সে বিষয়ে যততম (১-১২) পূরণ করতে পারবেন।
যেমন:
A. 1st Bangla
B. 2nd English
C. 3rd Mathematics
D. 4th Management
E. 5th Accounting
F. 6th Finance
G. 7th History
H. 8th Physics
I. 9th ICT
J. 10th Marketing
K. 11th Sociology
L. 12th Arabic এভাবে সবগুলো বিষয় থাকবে।
Collected From Facebook Page: NTRCA শিক্ষক নিবন্ধন
ঢাকা সিটি কর্পোরেশন-১৮২, ঢাকা-১৫৪, ফরিদপুর-১১৫, গাজীপুর-২২০, গোপালগঞ্জ-১৬২, কিশোরগঞ্জ -২৮৬, মাদারীপুর-১৭০, মানিকগঞ্জ-১৭১, মুন্সিগঞ্জ -১২৩, নারায়ানগঞ্জ-১৪৪, নরসিংদী-১৯২, রাজবাড়ি-৭২, শরীয়তপুর-২০০, টাংগাইল-৩৬৭, ব্রাহ্মনবাড়িয়া-৯৭, চাঁদপুর- ৫৪১, চট্টগ্রাম-৯৩৩, কুমিল্লা-৭৪১, কক্সবাজার-১৬৩, ফেনী-২৭৩, খাগড়াছড়ি-৪৯, লক্ষ্মীপুর-২৯৬, নোয়াখালী-৩৫০, রাঙ্গামাটি-১০০, বান্দরবন-৩৮, জামালপুর-১৩১, ময়মনসিংহ- ৪৬৭,নেত্রকোনা-১৭৪,শেরপুর-৯১, বরগুনা- ২৬৩, বরিশাল-৫৯৫, ভোলা-১৪৫, ঝালকাঠি-২৫৩, পটুয়াখালী-৫২৮, ফিরোজপুর-৪০৭, বাগেরহাট-২০১, চুয়াডাঙ্গা- ৮১, ঝিনাইদহ-১১১, যশোর-২০৩, খুলনা-১৪৫, কুষ্টিয়া-৬৬, মাগুরা- ৮৮, মেহেরপুর-২৪, নড়াইল-৭০, সাতক্ষীরা-১৯৮, দিনাজপুর -২৮১, গাইবান্ধা-৯২, কুড়িগ্রাম-১৯৫, লালমনিরহাট- ১৪০, নীলফামারী-১৩২, পঞ্চগড়-৪৮, রংপুর-২৯৭, ঠাকুরগাঁও-১০৭, হবিগঞ্জ-১৯৬, মৌলভী বাজার-২১৭, সুনামগন্জ-২১৮, সিলেট-৩৫৮, বগুড়া-২৫২, চাপাইনবাবগঞ্জ-১৩৪, নাটোরে-১২০, জয়পুরহাট-৬৩, নওগাঁ-২৭৭, পাবনা-২২৪, রাজশাহী-১৫৬, সিরাজগঞ্জ-২৬৭। মোট ১৪৩৫৪| যা মোট শূণ্যপদের এক তৃতীয়াংশেরও কম।
NTRCA এর ওয়েব সাইটে শূন্যে পদের তালিকা প্রকাশ।
বিঃদ্রঃ আগামী ২০ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
http://ngi.teletalk.com.bd
http://ngi.teletalk.com.bd/ntrca/app/requisition-list.php
শূন্য পদ দেখার নিয়ম:
***কম্পিউটারে বা ল্যাপটপে ভালোভাবে দেখতে পাবেন।
***উপজেলা ভিত্তিক তালিকা করে নি।
***শুধু জেলা, বিভাগ ও জাতীয় করেছে।
Institute of Dhaka North & South City Corporation
Institute of Division Head Quarters
Institute of Districts
মনে করুন আপনি আপনার জেলার তথ্য দেখতে চান।
Institute if District সিলেক্ট করুন
তারপর:
Choose Division
Choose District সিলেক্ট করে আপনার জেলার সকল রিকুইজিসনকৃত শূন্য পদের তালিকা দেখতে পাবেন।
একটু সময় নিয়ে দেখতে পাবেন।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ , কষ্ট করে আমার পোষ্ট পড়ার জন্য।কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।