* রোয়ানু শব্দটি মালদ্বীপ থেকে এসেছে
* রোয়ানু শব্দের অর্থ হলো “নারকেল এর ছোবড়া থেকে সৃষ্ট পাকানো দড়ি ”
* রোয়ানু সর্ব প্রথম ২০১৬ সালে আঘাত হানে “শ্রীলংকা” তে ১৯ মে ২০১৬
* রোয়ানু বাংলাদেশে আঘাত হানে ২১ মে ২০১৬ তারিখে,দুপুর ১২ তে চট্ট্রগ্রাম ও বরিশাল উপকূলে
* রোয়ানু ৫ ঘন্টা বাংলাদেশে গতিশীল ছিল
* ঘূর্ণিঝড় “রোয়ানু” গড় গতিবেগ ছিল প্রায় ১০০ কি.মি
* ঘূর্ণিঝড় “রোয়ানু” দেশের উপকূলে গড় গতিবেগ ছিল ৬০-৮০ কি.মি
* ঘূর্ণিঝড় “রোয়ানু” ব্যাস ছিল ২০০ কি:মি
* ঘূর্ণিঝড় “রোয়ানু” বাতাসের প্রান্তসীমা ৭০০ কি:মি পর্যন্ত বিস্তৃত ছিল
* ঘূর্ণিঝড় “রোয়ানু” তে ২১ জন মারা গেছে।
* পরবর্তী ঘূর্ণিঝড় এর নাম কায়ান্ট (মায়ানমার)।
(সংগৃহিত)