ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অধীন সান্ধ্যকালীন এমবিএ ২০১৫ সেশনের ভর্তি আবেদন শুরু হয়েছে। ১৫ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ১০ম ব্যাচে ভর্তির এই আবেদন করা যাবে।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অফিস সূত্রে জানা যায়, ২০১৫ সেশনে সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামের ভর্তির আবেদন গত ১৫ নভেম্বর শনিবার থেকে শুরু হয়েছে। ভর্তি ফরম অনুষদের ডীন অফিস থেকে সংগ্রহ করা যাবে। তবে ১৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করা যাবে।
আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর ১৯ ডিসেম্বর সকাল ১০টায় আবেদনকারীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমবিএ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনকারীকে যেকোন বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রী থাকতে হবে বলে সংশ্লিষ্ঠরা জানিয়েছেন।
ভর্তি সহ বিস্তারিত বিষয়ে ব্যবসায় প্রশাসন অনুষদ অথবা ০১৭১২০৬৮৫৬৬ এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। এছাড়া অনুষদের নিজস্ব ওয়েবসাইট www.iu-business.education এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।