প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ২০৩০ সালের মধ্যে দেশে ৭৫ হাজার একর জমিতে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, এক কোটি লোকের কর্মসংস্থান এবং আরো ৪০ বিলিয়ন ডলার রফতানি আয় বৃদ্ধির উদ্দেশে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কাজ করছে।
বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-৪ আসনের দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
শেখ হাসিনা বলেন, আমরা প্রথম যখন ১৯৯৬ সালে সরকার গঠন করি তখনই আমরা পদ্মা সেতু নির্মান করার উদ্যোগ নেই। বিভিন্ন সময় দেশে বিদেশে পদ্মা সেতু নিয়ে অনেক চক্রান্ত হয়েছে । কিন্তু কোন বাধা আমাদের থামিয়ে রাখতে পারেনি। আমি ২০০১ সাথে ৪ জুলায় মাসে পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলাম।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে পদ্মা সেতুর কাজ বন্ধ করে দেয় । আমরা ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আমরা আবার কাজ শুরু করি । এ প্রকল্পর ব্যায় হবে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৮ লাক্ষ ৭৬ হাজার টাকা। প্রকল্পের টাকা বাংলাদেশের মানুষের অর্জিত অর্থ, কারো আর্থিক সাহায্য সহযোগিতা এতে নেই।