০১. দারীদ্রতাই মধুসূদনের শেষ জীবনের বৈশিষ্ট্য।
শুদ্ধঃ দারিদ্র্যই মধুসূদনের শেষ জীবনের পরিণতি।
০২. হীন চরিত্রবান লোক পশুর চেয়ে অধম।
শুদ্ধঃ হীনচরিত্র লোক পশুর চেয়ে অধম।
০৩. বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে।
শুদ্ধঃ বৃক্ষটি সমূল (বা মূলসহ) উৎপাটিত হয়েছে।
০৪. সশিঙ্কিতচিত্তে তিনি কথাটা বললেন।
শুদ্ধঃ শঙ্কিতচিত্তে তিনি কথাটা বললেন।
০৫. শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না।
শুদ্ধঃ শুধু গায়ের জোরে কাজ হয় না।
০৬. কেবলমাত্র দুর্নীতিই এ অবস্থার জন্যে দায়ী।
শুদ্ধঃ কেবল দুর্নীতিই এ অবস্থার জন্যে দায়ী।
০৭. ব্যাপারটা তার আয়ত্তাধীন নয়।
শুদ্ধঃ ব্যাপারটা তার আয়ত্ত নয়।
০৮. আমাদের দেশ অতীতে ব্রিটিশের অধীনস্থ ছিল।
শুদ্ধঃ আমাদের দেশ অতীতে ব্রিটিশের অধীন ছিল।
০৯. তৎকালীন সময়ে সরকারের ভূমিকা সমালোচিত হয়।
শুদ্ধঃ তৎকালে ( বা সে সময়ে) সরকারের ভূমিকা সমালোচিত হয়।
১০. চোরটি বমালসুদ্ধ ধরা পড়েছে।
শুদ্ধঃ চোরটি বমাল (বা মালসুদ্ধ) ধরা পড়েছে।