01. ইন্ট্রুডাকশন টু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ায় এ কোর্সটি অনলাইন থেকে বিনামূল্যে করার ব্যবস্থা রয়েছে। এতে অ্যাকাউন্টিংয়ের বেসিক বিষয় শেখানো হবে। এতে শিক্ষা দেবেন হোয়ার্টন প্রফেসর ব্রায়ান জে. বুশে। ক্লাসরুমে এ কোর্সটি করতে গেলে আপনাকে ৫৯৫ ডলার ব্যয় করতে হবে। তবে অনলাইনে আবেদন সাপেক্ষে বিনামূল্যে করার ব্যবস্থা রয়েছে। আগামী সেশন শুরু হবে ২৮ ডিসেম্বর।
বিস্তারিত দেখুন এই লিংকে-
02. সাকসেসফুল নেগোসিয়েশন : এসেনসিয়াল স্ট্র্যাটিজিস অ্যান্ড স্কিলস
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগান এ কোর্সটি নিচ্ছে। এখানে ক্লাস নেবেন রস স্কুল অব বিজনেস-এর প্রফেসর জর্জ সিয়েডেল। পরবর্তী সেশন শুরুর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না।
বিস্তারিত দেখুন এই লিংকে-
03. অ্যান ইন্ট্রোডাকশন টু ইন্টার্যাকটিভ প্রোগ্রামিং ইন পাইথুন (পার্ট ১)
যুক্তরাষ্ট্রের রাইস ইউনিভার্সিটি এই কোর্স করাচ্ছে। পাইথুন বিশ্বের সেরা পাঁচটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি। এটি গুগল, ইয়াহু ও নাসার কাজে ব্যবহৃত হয়। উচ্চপর্যায়ের এ ল্যাঙ্গুয়েজ শিখতে পারলে তা ক্যারিয়ার উন্নতিতে ব্যাপক ভূমিকা রাখবে। রাইস ইউনিভার্সিটির প্রফেসর জো ওয়ারেন, স্কট রিক্সনার, জন গ্রেইনার ও স্টেফেন ওয়ং এ কোর্সটি করাচ্ছেন। পরবর্তী সেশন শুরু হবে ৯ জানুয়ারি।
বিস্তারিত দেখুন এই লিংকে-
04. তিব্বতীয় বুদ্ধিস্ট মেডিটেশন অ্যান্ড দ্য মর্ডান ওয়ার্ল্ড
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া এ কোর্স করাচ্ছে। প্রফেসর ডেভিড ফ্রান্সিস জার্মানো ও কার্ট আর স্কায়েফার এ বিষয়ে তিব্বতীয় ইতিহাস, ধর্ম, বিজ্ঞান ও অন্যান্য বিষয়ের সমন্বয়ে এ কোর্সে শিক্ষা দেবেন। এ কোর্স শুরু করার জন্য কোনো নির্দিষ্ট সময়ের অপেক্ষা করতে হবে না।
বিস্তারিত দেখুন এই লিংকে-
05. দ্য ডেটা সায়েন্টিস্টস টুলবক্স
বিশ্বখ্যাত জন হপকিনস ইউনিভার্সিটি এ কোর্সটির আয়োজন করেছে। এতে শিক্ষা দেবেন প্রফেসর জেফ লিক, রজার ডি. পেং ও ব্রায়ান ক্যাফো। এ কোর্সটি ডেটা-সায়েন্স ইন্ট্রোডাকটরি প্যাকেজ-এর অন্তর্ভুক্ত। কোর্সটির ব্যয় ৪৭০ ডলার হলেও আবেদন সাপেক্ষে বিনামূল্যে করার ব্যবস্থা রয়েছে। পরবর্তী কোর্স শুরু ২ জানুয়ারি।
বিস্তারিত দেখুন এই লিংকে-
06. আর প্রোগ্রামিং
জন হপকিনস ইউনিভার্সিটির ডেটা সায়েন্স প্যাকেজের একটি অংশ এ কোর্স। এতে শিক্ষার্থীদের আর (R) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিষয়ে ধারণা দেওয়া হবে। আগামী কোর্স শুরু হবে ২ জানুয়ারিতে।
বিস্তারিত দেখুন এই লিংকে-
07. মেশিন লার্নিং
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এই কোর্সটি শিক্ষা দিচ্ছে। এতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও এ সম্পর্কিত বিষয়গুলোতে শিক্ষা শুরুর জন্য এ কোর্স সবচেয়ে ভালো। স্ট্যানফোর্ডের প্রফেসর ও কোর্সিয়া সহ-প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু এনজি এ কোর্সের শিক্ষা দেবেন। পরবর্তী কোর্স শুরুর তারিখ ২৮ ডিসেম্বর।
বিস্তারিত দেখুন এই লিংকে-
08. প্রোগ্রামিং ফর এভরিবডি (পাইথন)
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের আওতায় এ কোর্স চালু করা হয়েছে। এটি শিক্ষা দেবেন মিশিগান প্রফেসর চার্লস সেভের্যান্স। এ কোর্সটি মূলত পাঁচটি কোর্সের সমন্বয়।
বিস্তারিত দেখুন এই লিংকে-
08. মাস্টারিং ডেটা অ্যানালাইসিস ইন এক্সেল
যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি এ কোর্সটি করাচ্ছে। এতে শিক্ষা দেবেন পোস্ট ডক্টরার ফেলো জানা স্কাইচ বোর্গ ও ড্যানিয়েল ইগার। এ কোর্সে ডেটা গবেষকদের ব্যবহৃত এক্সেল থেকে আনসার্টেনিটি-রিডাকশন কনসেপ্ট ও ইনফরমেশন গেইন প্রিডিকটিভ মডেলস বিষয়ে শিক্ষা দেওয়া হবে। ডিউক ইউনিভার্সিটি ডেটা সায়েন্স প্যাকেজের আওতায় এ কোর্সের ব্যয় ৩৯৫ ডলার হলেও অনলাইনে তা আবেদন সাপেক্ষে বিনামূল্যে করার ব্যবস্থা রয়েছে।
বিস্তারিত দেখুন এই লিংকে-
10. লার্নিং হাউ টু লার্ন
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া স্যান ডিয়াগোতে এ কোর্সটি শিক্ষা দেওয়া হচ্ছে। তবে এ কোর্সটি পড়াবেন ওকল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর বারবারা ওকলি ও সাল্ক ইন্সটিটিউটের প্রফেসর টেরেন্স সেজনোউস্কি। যে কোনো বিষয়ে কিভাবে ভালোভাবে শিক্ষা নেওয়া যায় তা এ কোর্সে শেখানো হবে। কোর্স শুরু হবে ৪ জানুয়ারি।
বিস্তারিত দেখুন এই লিংকে-