ক্যাডার না পাওয়া চৌত্রিশতম বিসিএসের চূড়ান্ত ফলে উত্তীর্ণদের মধ্য থেকে ৮১ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা পদে ৩৩ জন এবং সাব-রেজিস্ট্রার পদে ৪৮ জন নিয়োগ পেয়েছেন।
‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০’ অনুযায়ী প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে পিএসসি এ নিয়োগ দিচ্ছে।
তবে তথ্য বিভ্রাট এবং ঠিকানা গরমিলের কারণে তিনজনের ফলাফল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ২৯ আগস্ট ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে দুই হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।