ডেসকোতে ৫৩ পদে চাকরি

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ৫৩ পদে লোকবল নিয়োগ দেবে। পদগুলোর মধ্যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল) পদে ১০ জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) পদে চারজন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফাইন্যান্স ও অ্যাকাউন্টস) পদে একজন, অফিস অ্যাসিস্ট্যান্ট (বিলিং/রেভিনিউ/স্টোর) বা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে ৩১ জন এবং অ্যাসিস্ট্যান্ট কমপ্লেইঅ্যান্ট সুপারভাইজার পদে সাতজনকে নিয়োগ দেওয়া হবে।

৮ ডিসেম্বর-২০১৫ তারিখে বয়স ৩০ বছর হলে আবেদন করতে পারবেন প্রার্থীরা। তবে মুক্তিযোদ্ধা সন্তান এবং তাঁদের সন্তানদের জন্য আবেদনের বয়সসীমা ৩২ বছর। কোম্পানি নিয়ম অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বেতন ও ভাতা দেবে ডেসকো।
আবেদনের জন্য নির্ধারিত আবেদন ফরম পাওয়া যাবে  ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ওয়েবসাইট (www.desco.org.bd)  ঠিকানায়। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী  ৮ ডিসেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ডেইলি স্টার পত্রিকায় ১৮ নভেম্বর-২০১৫ তারিখে (পৃষ্ঠা-৪) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন:

1448021502