আইনে পড়াশোনার স্বপ্ন অনেকেরই থাকে। আর সেটা যদি হয় বিনা খরচে তাহলেতো সোনায় সোহাগা। অস্ট্রেলিয়ায় আইন বিষয়ে পড়াশোনার খ্যাতি বিশ্বজুড়ে। হ্যাঁ পাঠক দেশটির University of Queensland এ বিনা খরচে মাস্টার্সে পড়াশোনার সুযোগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের টিউশন ফি ১০০% মওকুফ করা হয়। চলুন জেনে নেই বিস্তারিত :
যোগ্যতা : স্কলারশিপ দেয়া হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে যারা হাইলি কোয়ালিফাইড তাদের অগ্রাধিকার বেশি। যারা অস্ট্রেলিয়ার নাগরিক বা কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তাদের জন্য এ স্কলারশিপ প্রযোজ্য হবে না।
স্কলারশিপের বর্ণনা : University of Queensland এ স্কলারশিপের আওতাভুক্ত শিক্ষার্থীর টিউশন ফি ১০০% মওকুফ করা হবে। মাস্টার্সের ৩ সেমিস্টার ধরে এটা চলমান থাকবে।
যেভাবে আবেদন করতে হবে : শিক্ষার্থীদের post অথবা ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ সময় : চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করার জন্য এখানে ক্লিক করুন : http://scholarships.uq.edu.au/scholarship/master-of-laws-llm-scholarship
তাহলে আর দেরি কেন আবেদন করুন আজই।