ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৭ নভেম্বর!

আগামী ২৭ নভেম্বর ‘এ’ ইউনটিরে পরীক্ষার মাধ্যমে শুরু হবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। এবার প্রতি আসনে লড়বেন ৬০ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে  এ তথ্য জানা গেছে।

Mawlana_Bhashani_Science_and_Technology_University_by_Nasir_Khan_Saikat_(35)

এ বছর বিভিন্ন বিষয়ে র্সব মোট ৪৬ হাজার ৮শত ৩৭ জন শিক্ষার্থী র্ভতি পরীক্ষার জন্য আবেদন করেছে। এর মধ্যে  বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বি.ফার্ম এবং বিএসসি (অনার্স) কোর্সে চারটি ইউনিটের অধীনে ১৫টি বিভাগে ৭৮৫ টি আসন রয়েছে।

তার মধ্যে এ ইউনিটে তিনটি বিভাগে ১শত ৬৫ আসনে ১৮ হাজার ৯৮ জন,  বি ইউনিটের ছয়টি বিভাগে ২শত ৯০টি আসনের জন্য ১৮ হাজার ৯শত ৮০ জন,  সি ইউনিটের চারটি বিভাগে ২২০টি আসনের জন্য ৫ হাজার ১শত ৬২ জন এবং ডি ইউনিটের ২টি বিভাগে ১শত ১০টি আসনের জন্য ৪ হাজার ৫শত ৯৭ জন শিক্ষার্থী আবেদন করেছে। গত ৬ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার আবেদন পত্র বিক্রি শুরু করে যা জমা দেওয়া শেষ সময় ছিল রোববার রাত ১২টা।