০১. সিলেট বিভাগের প্রতিষ্ঠা কত সালে?
উত্তরঃ ১ আগস্ট, ১৯৯৫।
০২. সিলেট বাংলাদেশের কততম বিভাগ?
উত্তরঃ ৬ষ্ঠ।
০৩. সিলেট বিভাগের আয়তন কত?
উত্তরঃ ১২,৫৯৬ বর্গ কিলোমিটার।
০৪. সিলেট বিভাগের লোকসংখ্যা কত?
উত্তরঃ ১,০২,৯৬,৯৯৫ জন। পুরুষঃ ৫১,২৬,০৬৯ জন। মহিলাঃ ৫১,৭০,৯২৬ জন।
০৫. সিলেট বিভাগে জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তরঃ ৭৮৪ জন।
০৬. সিলেট বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তরঃ ২.২১%।
০৭. সিলেট বিভাগে স্বাক্ষরতার হার কত?
উত্তরঃ ৪৫%।
০৮. সিলেট বিভাগের কতটি জেলা ?
উত্তরঃ ৪টি।
০৯. সিলেট বিভাগের দারিদ্রের হার কত?
উত্তরঃ ৪৫-৫২%।
১০. সিলেট বিভাগের বৃহত্তম জেলা কোনটি?
উত্তরঃ সুনামগঞ্জ।
১১. সিলেট বিভাগের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উত্তরঃ হবিগঞ্জ
১২. সিলেট বিভাগে জাতীয় সংসদের আসন সংখ্যা কত?
উত্তরঃ ১৯টি।