০১. বার্লিনের দেওয়াল কোন সালে নির্মিত হয়েছিল?
উত্তরঃ ১৯৬২
০২. ‘তিয়েন আনমে স্কোয়ার’ কোথায় অবস্থিত?
উত্তরঃ বেইজিং
০৩. রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি?
উত্তরঃ থানু
০৪. ‘ইন্তিফাদা’ বলতে কী বুঝায়?
উত্তরঃ অভ্যুত্থান
০৫. কোন তারিখে জাতিসংঘ দিবস পালিত হয়?
উত্তরঃ ২৪ অক্টোবর
০৬. জাপানের সবচেয়ে বড় দ্বীপ-
উত্তরঃ হনসু
০৭. একই দেশগুলোর মধ্যে কোনটি একই মহাদেশভুক্ত নয়?
উত্তরঃ উগান্ডা
০৮. ‘কিরিবাতি’ দেশটি কোন মহাদেশের অন্তর্ভুক্ত ?
উত্তরঃ অস্ট্রেলিয়া
০৯. জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯ তম অধিবেশনের সভাপতি কে?
উত্তরঃ স্যাম কুটেস্টা (উগান্ডা)
১০. বিশ্বের প্রথম স্মার্টফোনের নাম কী?
উত্তরঃ সিমন