সম্প্রতি ভারতের উড়িষ্যায় KIIT University এর উদ্যোগে আয়োজিত হল KIIT International Model United Nations 2014. মডেল ইউনাইটেড নেশনস জাতিসংঘের আদলে নির্মিত একটি শিক্ষাসম্পূরক কার্যক্রম যেখানে অংশগ্রহণকারীরা কূটনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং জাতিসংঘ সম্পর্কে জানতে পারে।
এই সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করে ১১ জন শিক্ষার্থীর একটি দল। ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া তিন দিন ব্যাপী এই সম্মেলনে বিভিন্ন দেশের ১০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারীরা এতে সাফল্যের সাথে অংশগ্রহণ করেছে। তাদের মধ্য থেকে এম জে সোহেল জাতিসংঘের সাধারণ সভা-১ (নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা)-এর সহ-সভাপতিত্ব করেন এবং মাহমুদা সুলতানা, অনীকা স্বাতীপ্রভা, লুবজানা আফরিন তাদের পারফর্মেন্স-এর জন্য পুরষ্কৃত হয়েছে।