জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে আবারো পেছালো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, ৫ নভেম্বর বুধবারের পরীক্ষা হবে ১৯ নভেম্বর বুধবার এবং ৬ নভেম্বর বৃহস্পতিবারের পরীক্ষা হবে ২০ নভেম্বর বৃহস্পতিবার।
সোমবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এর আগে একই কারণে ২ ও ৩ নভেম্বরের পরীক্ষা পেছানো হয়েছিল। ২ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও হরতালের কারণে এই পরীক্ষা এখনো শুরুই করা যায়নি।