জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য যে সব প্রার্থী ইতিমধ্যে অনলাইনে প্রাথমিকভাবে আবেদন সম্পন্ন করেছেন তাদের বিষয় পছন্দক্রমে সংশোধন বা পরিবর্তন করার সুযোগ দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে (৫ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এক্ষেত্রে প্রার্থীদের Appicant’s login অপশনে রোল নম্বর ও পিন ব্যবহার করে আগের আবেদন বাতিল করে আবার আবেদন করতে হবে। প্রার্থীর আবেদন ইতিমধ্যে কলেজকর্র্তৃক নিশ্চয়ন হয়ে থাকলে আবেদনকারীকে বিষয় পছন্দক্রমে সংশোধন বা পরিবর্তন করার জন্য স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন বরাবর ১২ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।