হাজী মোহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষের,ভর্তি পরীক্ষা আগামী ২-নভেম্বর থেকে শুরু হয়ে ৫- নভেম্বর পর্যন্ত চার দিন ব্যাপী চলবে।
২ নভেম্বর রবিবার
সকাল ৯টা থেকে ১১টা = ‘সি’(C)ইউনিটের (বাণিজ্য),বিকাল৩টা থেকে ৪:৩০টা ‘ই’ (E)ইউনিটের
৩ নভেম্বর সোমবার
সকাল ৯টা থেকে ১১টা ‘এফ’(F)ইউনিটের, বিকাল ৩টা থেকে৪:৩০টা পর্যন্ত ‘সি(C)’ ইউনিটের (বিজ্ঞান/মানবিক)
৪ নভেম্বর মঙ্গলবার
সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ‘এ(A)’ইউনিটের রোল নং ১০০০০১থেকে ১০৬০০০ পর্যন্ত
বিকাল ৩টা থেকে ৪:৩০টা পর্যন্ত ‘এ(A)’ ইউনিটের রোল নং ১০৬০০১ থেকে ১১২২৯৯ পর্যন্ত
৫ নভেম্বর বুধবার
সকাল৯টা থেকে ১১টা পর্যন্ত ‘ডি(D)’ দুপুর ১২টা থেকে দুপুর ১:৩০টায় ‘বি’(B) ইউনিটের রোল নং ২০০০০১থেকে ২০৬০০০ পর্যন্ত এবং বিকাল ৩টা থেকে ৪:৩০টা রোল নং ২০৬০০১ থেকে ২১২১০০ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিট ভিত্তিক বিস্তারিত আসন বিন্যাস পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.hstu.ac.bd
এবার বিশ্ববিদ্যালয়ে ২০১৫ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় ১৭৬০ আসনের বিপরীতে ৫৭ হাজার ৩’শ ৭৬জন শিক্ষার্থী বিভিন্ন অনুষদে ভর্তির জন্য আবেদন করেছে। এবার প্রতি আসনের বিপরীতে ৩৩জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছে। উল্লেখ্য,ভর্তি পরিক্ষায় নরমাল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা গেলেও মোবাইল সহ কোন প্রকার ব্লুটুথ ডিভাইস সাথে রাখা যাবেনা্।কেউ এসব সাথে রাখলে বা কোন প্রকার অসদুপায় অবলম্বন করললে সাথে সাথে তারবিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন
করার কাথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।