০১. প্রমথ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন?
উঃ চলিত ভাষার ব্যবহার
০২. সাংস্কৃতিক সাংগঠন ‘উদীচীর’ প্রতিষ্ঠাতা কে?
উঃ সত্যেন সেন
০৩. নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়?
উঃ সুরবালা
০৪. “জন্মেছি মাগো তোমার কোলেতে
মরি যেন এই দেশে”-এ আকাক্সক্ষা কোন কবির?
উঃ সুফিয়া কামাল
০৫. বিদ্রোহী বালিকা বধু জমিলা কোন উপন্যাসের চরিত্র?
উঃ লাল সালু
০৬. নিচের কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম?
উঃ জীবনের জলছবি
০৭. ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাধিক গ্রহণযোগ্য ?
উঃ দুই যুগের মিলনকারী
০৮. কোনটি সঠিক?
উঃ জল পড়ে পাতা নড়ে (উপন্যাস)
০৯. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘পূরবী’ কাব্য কাকে উৎসর্গ করেছিলেন?
উঃ ভিক্টোরিয়া ওকামপো
১০. প্রমথ চৌধুরী একজন-
উঃ প্রাবন্ধিক