০১. বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি?
উঃ পাল বংশ।
০২. পাল বংশের রাজারা বাংলায় কত বছর রাজত্ব করেছেন?
উঃ প্রায় চারশত বছর।
০৩. পাল বংশ প্রতিষ্ঠিত হয় কবে?
উঃ ৭৫০ সালে।
০৪. পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উঃ ধর্মপাল।
০৫. কবে পাল বংশের বিলুপ্তি ঘটে?
উঃ ১১২৪ সালে।
০৬. সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন?
উঃ ধর্মপাল।
০৭. সোমপুর বিহার কোথায় অবস্থিত?
উঃ নওগাঁ জেলার পাহাড়পুরে।
০৮. দেব রাজাদের রাজধানী দেব পর্বত কোথায় অবস্থিত?
উঃ বর্তমান কুমিল্লা জেলার ময়নামতিতে।
০৯. পাল বংশের সর্বশেষ রাজা কে?
উঃ রামপাল।
১০. ধর্মপাল ধর্ম বিস্তারের জন্য কয়টি শিক্ষাকেন্দ্র স্থাপন করেন?
উঃ ৫০টি।