প্রশ্নঃ পবিত্র কোরআন নাযিল হতে মোট কত বছর লেগেছিল ?
উত্তরঃ ২৩ বছর।
প্রশ্নঃ সর্বপ্রথম কোথায় কোরআন নাযিল হয় ?
উত্তরঃ হেরা পর্বতের গুহায় (মক্কার অদূরে)|
প্রশ্নঃ আল কোরআনে পারার সংখ্যা কত ?
উত্তরঃ ৩০ পারা|
প্রশ্নঃ আল কোরআনে সূরার সংখ্যা কত ?
উত্তরঃ ১১৪ টি।
প্রশ্নঃ পবিত্র কোরআনে সূরাসমূহ কত ভাগে বিভক্ত ?
উত্তরঃ দুই ভাগে: মাক্কী সূরা ও মাদানী সূরা।
প্রশ্নঃ মাক্কী সূরার সংখ্যা কত ?
উত্তরঃ ৮৬ টি।
প্রশ্নঃ মাদানী সূরার সংখ্যা কত ?
উত্তরঃ ২৮ টি।
প্রশ্নঃ আল কোরআনে সর্বমোট আয়াত সংখ্যা কত ?
উত্তরঃ ৬৬৬৬ টি।
প্রশ্নঃ আল কোরআনের প্রথম সূরা কোনটি ?
উত্তরঃ সূরা ফাতেহা।
প্রশ্নঃ আল সর্বশেষ সূরা কোনটি ?
উত্তরঃ সূরা আন নাস।
প্রশ্নঃ পবিত্র কোরআনের দীর্ঘতম সূরা কোনটি ?
উত্তরঃ সূরা আল – বাকারাহ।
প্রশ্নঃ পবিত্র কোরআনের ক্ষুদ্রতম সূরা কোনটি ?
উত্তরঃ সূরা কাউছার।
প্রশ্নঃ উম্মূল কোরআন বলা হয় কোন সূরাকে ?
উত্তরঃ আল-ফাতিহা।
প্রশ্নঃ জামিউল কোরআন বা কোরআন সংকলনকারী কার উপাধি ?
উত্তরঃ হযরত ওসমান (রাঃ)।
প্রশ্নঃ কোরআন শরীফে জের, যবর, পেশ এবং হরকত সংযোজন করেন কে ?
উত্তরঃ হাজ্জাজ বিন ইউসুফ।
প্রশ্নঃ পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদক কে ?
উত্তরঃ ভাই গিরিশ চন্দ্র সেন।
প্রশ্নঃ মুসলমানদের মধ্যে প্রথম পবিত্র কোরআন শরীফের বাংলা অনুবাদ করেন কে ?
উত্তরঃ মাওলানা আমীর উদ্দিন বসুনিয়া।
প্রশ্নঃ পবিত্র কোরআনের ইংরেজি অনুবাদক কে ?
উত্তরঃ ড. তালিম আবু নাসের (যুক্তরাষ্ট্র)
প্রশ্নঃ হযরত মুহাম্মদ (সঃ) হিজরত করেন কত খ্রিষ্টাব্দে ?
উত্তরঃ ৬২২ খ্রিস্টাব্দে।
প্রশ্নঃ বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি ?
উত্তরঃ মদিনা সংবিধান ( এর ৪৭ টি ধারা ছিল)।
প্রশ্নঃ প্রধান আসমানি কিতাব কতটি ?
উত্তরঃ ৪টি।
প্রশ্নঃ কোন আসমানি কিতাব কার উপর নাযিল হয়েছিল ?
উত্তরঃ তাওরাত – হযরত মূসা (আঃ), যাবুর – হযরত দাউদ (আঃ), ইঞ্জিল – হযরত ঈসা (আঃ), আল কোরআন – হযরত মুহাম্মদ (সাঃ) এর উপর নাযিল হয়েছে।