০১. চাঁদে বসে মা শিশুকে ছাদ দেখাচ্ছেন।
শুদ্ধঃ ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।
০২. মেয়েটি সুকেশৈলী ও সুহাসি।
শুদ্ধঃ মেয়েটি সুকেশী ও সুহাসিনী।
০৩. আমার এ কাজে মনোযোগীতা নাই।
শুদ্ধঃ আমার এ কাজে মনোযোগ নেই।
০৪. আমরা বাংলা দেশের সুসন্তান এই কথা যেন কদাপিও না ভুলি।
শুদ্ধঃ আমরা বাংলাদেশের সুসন্তান এই কথা যেন কদাপি না ভুলি।
০৫. সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন।
শুদ্ধঃ সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন।
০৬. বিপদগ্রস্থকে সাহায্য কর।
শুদ্ধঃ বিপদগ্রস্তকে সাহায্য কর।
০৭. তাহার সাংঘাতিক আনন্দ হইল।
শুদ্ধঃ তাহার অপরিসীম আনন্দ হইল।
০৮. শরীর অসুস্থ্যের জন্য আমি কাল আসিতে পারি নাই।
শুদ্ধঃ অসুস্থতার জন্য আমি কল্য আসিতে পারি নাই।
০৯. তিনি মনোকেষ্টে কাল কাটাচ্ছেন।
শুদ্ধঃ তিনি মনঃকষ্টে কাল কাটাচ্ছেন।
১০. দরীদ্রকে দয়া কর।
শুদ্ধঃ দরিদ্রকে দয়া কর।