ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদন ৬ সেপ্টেম্বর থেকে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনপত্র আগামী ৬ সেপ্টেম্বর বিতরণ শুরু হবে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এসিদ্ধান্ত হয়।
ভর্তি পরীক্ষা চলবে আগামী ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত। ২ ডিসেম্বর ফলপ্রকাশ করা হবে। প্রতিটি আবেদনপত্রের দাম ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, আজ বুধবার বেলা ১১টায় উপাচার্যআবদুল হাকিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্তনেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, মোবাইলে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেআগামী ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভর্তির আবেদন জমা দেওয়া যাবেএবং আগামী ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.iu.ac.bd) বিস্তারিত জানা যাবে।
এ বছর আটটি ইউনিটে ২২টি বিভাগের অধীন ১ হাজার ৪৬৫টি আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।