খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান সময়সূচি পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/ স্নাতক(সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় ৩১ অক্টোবর তারিখের সকালে অনুষ্ঠেয় সমাজ বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা বিকেলে এবং বিকেলে অনুষ্ঠেয় কলা ও মানবিক স্কুলের ভর্তি পরীক্ষা সকালে অনুষ্ঠিত হবে।