হাইকোর্ট আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা রুলে জানতে চাওয়া হয়েছে।
বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদ এর সমন্বয়ক গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
আদালত অবমাননার অভিযোগ এনে চলতি মাসেই আবেদনটি দায়ের করা হয়। রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাড. ইউনুস আলী আকন্দ।
সরকারি মেডিকেল কলেজের এমডিজিএফ ৩য় বর্ষে ভর্তি করাতে হাইকোর্টের দেয়া আদেশ অমান্য করায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট।