০১. ‘বাংলাদেশ ভিশন ২০২১’ হচ্ছে-
ক. বস্ত্রখাত উন্নয়নের পরিকল্পনা
খ. চিংড়ি রফতানি বৃদ্ধি পরিকল্পনা
গ. দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা
ঘ. শিক্ষার হার বৃদ্ধির পরিকল্পনা
০২. ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?
ক. ৫৪৩
খ. ৪৪৫
গ. ৪৫৩
ঘ. ৫৪০
০৩. বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত উপজেলা-
ক. লালমনিরহাট
খ. হিলি
গ. তেঁতুলিয়া
ঘ. ডোমার
০৪. লালন শাহ সেতুর দৈর্ঘ্য কত?
ক. ২.৪ মিটার
খ. ১.৮ মিটার
গ. ৪.৮ মিটার
ঘ. ২.৭ মিটার
০৫. ‘PRSP’-এর পূর্ণরূপ কী?
ক. People Reduction Strategy Paper
খ. Poverty Reduction Strategy Paper
গ. People Reduction Strange Paper
ঘ. Public Reduction Strategy Paper
০৬. জার্মানির বিমান সংস্থার নাম কী?
ক. বিমান
খ. লুফথান্সা
গ. কেএসএম
ঘ. এরোফ্লাট
০৭. চীনের আইনসভার নাম কী?
ক. গণকংগ্রেস
খ. কংগ্রেস
গ. রাজ্যসভা
ঘ. পার্লামেন্ট
০৮. ‘চিলি’ কোন মহাদেশের অন্তর্ভুক্ত?
ক. আফ্রিকা
খ. এশিয়া
গ. দক্ষিণ আমেরিকা
ঘ. ইউরোপ
০৯. ২০১২ সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
ক. প্যারিস
খ. লন্ডন
গ. রোম
ঘ. বেইজিং
১০. কোন অর্থনীতিবিদ অর্থনীতিকে ‘কল্যাণের বিজ্ঞান’ হিসেবে অভিহিত করেছেন?
ক. মার্শাল
খ. এল. রবিনস
গ. কার্ল মার্কস
ঘ. অমর্ত্য সেন।
১১. বাংলাদেশে VAT কবে চালু হয়?
ক. ১৯৯০
খ. ১৯৯১
গ. ১৯৯২
ঘ. ১৯৯৪
১২. বাংলাদেশে নৌথানা রয়েছে-
ক. ৪টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৫টি
১৩. চাহিদা রেখা সাধারণত বাম থেকে ডানে-
ক. সমগামী
খ. নিুগামী
গ. ঊর্ধ্বগামী
ঘ. মধ্যগামী
১৪. এক ও দুই টাকার নোটে স্বাক্ষর থাকে-
ক. অর্থ সচিবের
খ. গভর্নরের
গ. প্রধানমন্ত্রীর
ঘ. রাষ্ট্রপতির
১৫. অর্থনীতিতে উপযোগ বলতে বোঝায়-
ক. অভাব মোচনের ক্ষমতাকে
খ. তৃপ্তি মেটানোর ক্ষমতাকে
গ. প্রত্যাশা মেটানোর ক্ষমতাকে
ঘ. চাহিদার পরিমাপকে
১৬. ‘যোগান নিজেই তার চাহিদা সৃষ্টি করে’- এ উক্তিটি কার?
ক. কেইনস
খ. কার্ল মার্কস
গ. মার্শাল
ঘ. এডাম স্মিথ
১৭. রাষ্ট্রের মৌলিক উপাদান কোনটি?
ক. সার্বভৌমত্ব
খ. জাতীয়তাবাদ
গ. জনমত
ঘ. রাজনৈতিক দল
১৮. বাংলাদেশের সরকারি কর্মকমিশন কোন মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট?
ক. আইন
খ. প্রতিরক্ষা
গ. সংস্থাপন
ঘ. স্বরাষ্ট্র
১৯. হোমোসেফিয়ান্স অর্থ-
ক. প্রাচীন মানুষ
খ. বুদ্ধিমান মানুষ
গ. বুদ্ধিহীন মানুষ
ঘ. বন্য মানুষ
২০. গণতন্ত্রের প্রাণ হল-
ক. সরকার
খ. রাষ্ট্র
গ. সংবিধান
ঘ. জনগণ