১. বাঙলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন-
ক. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
গ. ড. এনামুল হক
খ. কায়কোবাদ
২. চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যেও দ্বিতীয় স্থানের অধিকারী কে?
ক. হরপ্রসাদ শাস্ত্রী
খ. ভুসুক পাল
গ. জয়দেব
ঘ. কাহ্নপা
৩. পল্লী সাহিত্যেও কোন বিষয় নৃতত্ত্বেও মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজ মনে করেন?
ক. রূপকথা
খ. উপকথা
গ. প্রবাদ
ঘ. লোকসঙ্গীত
৪. ‘শূন্য পুরাণ’ কাব্য রচনা করেন?
ক. লুই পা
খ. কাহ্নপা
গ. দৌলত উজীর বাহরাম খান
ঘ. রামাই পণ্ডিত
৫. ‘দশচক্রে ভগবান ভূত’ প্রবাদে ভগবান কে?
ক. ঈশ্বর
খ. কৃষ্ণ
গ. ভগবানের প্রেত
ঘ. ভগবান নামের এক ভৃত্য
৬. কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘ধূমকেতু’ কোন ধরনের প্রকাশনা?
ক. কবিতা
খ. পত্রিকা
গ. উপন্যাস
ঘ. ছোটগল্প
৭. মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
ক. কবর
খ. চিঠি
গ. রক্তাক্ত প্রান্তর
ঘ. মুখরা রমণী বশীকরণ
৮. ‘কাকন মান’ নাটকটি কে লিখেছেন?
ক. সিকান্দার আবু জাফর
খ. নীলিমা ইব্রাহীম
গ. আনিস চৌধুরী
ঘ. শওকত ওসমান
৯.কোনটি নজরুলের রচনা নয়?
ক. দোলনচাঁপা
খ. শেষ প্রশ্ন
গ. কুহেলিকা
ঘ. অগি্নবীণা
১০.’পূর্ব-পশ্চিম’ উপন্যাসের রচয়িতা হলেন-
ক. হুমায়ূন আহমেদ
খ. সমরেশ মজুমদার
গ. হুমায়ুন আজাদ
ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়
১১.’মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?
ক. কাব্য
খ. নাটক
গ. উপন্যাস
ঘ. প্রবন্ধ
১২.ছন্দের জাদুকর কাকে বলা হয়?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. বিহার পাল মজুমদার
ঘ. সুকুমার রায়
১৩.কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয়?
ক. বিরহ বিলাপ
খ. একাত্তরের দিনগুলো
গ. আমি বীরঙ্গনা বলছি
ঘ. বকুল পুরের স্বাধীনতা
১৪.’কর্ণফুলী’ উপন্যাসের লেখক কে?
ক. নবীন চন্দ্র
খ. বিপ্রদাস বড়ুয়া
গ. আলাউদ্দিন আল আজাদ
ঘ. সেলিনা হোসেন
১৫.’বরফ গলা নদী’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. জহির রায়হান
খ. শওকত ওসমান
গ. মুনীর চৌধুরী
ঘ. রশীদ করিম
উত্তরমালা : ১.ক ২.খ ৩.গ ৪.ঘ ৫.ক ৬.খ ৭.ঘ ৮.ঘ ৯.খ ১০.খ ১১.ক ১২.খ ১৩.ক ১৪.গ ১৫.ক