গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন “মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬র্ষ্ঠ পর্যায়) ১ম সংশোধনী প্রকল্পের আওতায় ৬৪ জেলার ৫৫০টি উপজেলা/জোনে বর্তমানে প্রাক-প্রাথমিক, বয়স্ক ও সহজ কুরআন শিক্ষার মোট ৫৯,৯৬৮টি কেন্দ্রের পাশাপাশি উক্ত প্রকল্পের আওতায় সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে প্রকল্পের মেয়াদকালীন (৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত) সময়ের জন্য প্রতি উপজেলায় ২টি করে ‘দারুল আরকাম’ ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক ১ম শ্রেণি হতে ৩য় শ্রেণি পর্যন্ত এবং পর্যায়ক্রমে ৫ম শ্রেণি পর্যন্ত প্রতি উপজেলায় আরও ২জন করে শিক্ষক নিয়োগের নিমিত্ত শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে।
সূত্রঃ ১৮ জুন ২০১৭ তারিখের যুগান্তর পত্রিকা