বাংলাদেশ থেকে আগামী দুই বছরে তিন লক্ষাধিক কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে কাতার সরকার। কাতারে সফররত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলের কাছে আনুষ্ঠানিক বৈঠকে গতকাল এ তথ্য জানিয়েছেন কাতারের প্রশাসনিক উন্নয়ন ও শ্রম সমাজবিষয়ক মন্ত্রী ড. ইসা সাদ আল-ফাফালি আল-নুয়াইমি।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে গতকাল। ২০১৫ সালে বাংলাদেশ থেকে এক লাখ ২৩ হাজার কর্মীকে কাতারে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় প্রবাসীকল্যাণ মন্ত্রী সে দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
বৈঠকে বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন কাতারের মন্ত্রী। কাতারের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ বিন নাসের বিন খলিফা আল-থানির সঙ্গে বাংলাদেশের ৯ সদস্যের প্রতিনিধিদলের আজ সৌজন্য সাক্ষাৎ হবে।