আগামীকাল ৮ জানুয়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। বিএসএসের বৈতরণী পার হওয়ার প্রথম ধাপ। ২ ঘন্টার প্রিলিমিনারি পরীক্ষার সাফল্যই আপনাকে দেবে পরবর্তী ধাপের চাবি। তাই সময়টুকু যেন হয় পরিকল্পিত। সে পরিকল্পনার কিছু টিপস দিয়েছেন ৩৪তম বিসিএসে প্রশাসন ক্যাডার শাহ্ মো: সজীব।
ক) মাথা ঠান্ডা রাখতে হবে।
খ) পিএসসি অনুমোদন করে না এমন কোনো জিনিস নেওয়া যাবে না।
গ) আন্দাজে উওর করা যাবে না। অর্থাৎ যা কোনদিন শোনেননি তা দাগানো যাবে না।
ঘ) নম্বর দেখে প্রতিটা বৃত্ত ভরাট করবেন।
ঙ) ৫০ ভাগ কনফিউজড প্রশ্নের উওর দিতে হবে।
চ) হাজিরা খাতায় অবশ্যই স্বাক্ষর করবেন।
ছ) কতগুলো প্রশ্নের উত্তর দিবেন তা টার্গেট করা যাবে না। প্রশ্নের ধরনের ওপর নির্ভর করবে কতগুলো দাগাবেন।
জ) প্রশ্ন মনোযোগ দিয়ে পড়বেন। ’হয়’ নাকি ‘নয়’ খেয়াল যেন থাকে।
ঝ) সময়ের ব্যাপারে সতর্ক থাকবেন।
জ্ঞ) কক্ষ পরিদর্শকের সাথে কোনো কারণেই উত্তেজিত হওয়া উচিত হবে না।
ট) পাশের কারো ওপর নির্ভর করার দরকার নেই। হিতে বিপরীত হতে পারে।
ঠ) প্রবেশপত্র নিয়েছেন কিনা একবার দেখে নিন।
ড) জৈবিক চাপ কক্ষে ঢোকার আগে সেরে নিবেন।
ঢ) Negative Marking এর বিষয়টি মাথায় রাখবেন।
ণ) প্রশ্ন সঠিকভাবে দ্রুত পড়ার চেষ্টা করবেন। আর সাথে সাথেই বৃত্ত ভরাট করে ফেলবেন।
ত) একটু পুরাতন মোটা কালির বলপয়েন্ট কলম নিয়ে যাবেন।
থ) প্রশ্নের সেট হলে ভাল করে দেখে নিবেন।
দ) রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে পূরন করবেন। তাড়াহূড়োর কিছু নেই।
একটা কথা মনে রাখবেন, সামান্য কোন ভুল আপনার প্রিলিমিনারিতে ফেল করার জন্য যথেষ্ট হতে পারে। সুতরাং সাবধান।
সকল পরীক্ষার্থীর জন্য রইল শুভ কামনা, আশীর্বাদ ও দোয়া।