৩৫ তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
এর আগে বুধবার সকালে পিএসসির ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিজ্ঞাপ্তি প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, বিকেল সাড়ে ৩টায় ৩৫ তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশিত হবে। পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gopv.bd) থেকে ফল জানা যাবে।
এছাড়া সরকারি মালিকানাধিন মোবাইল ফোন অপরেটর টেলিটকের মাধ্যমেও ফল জানা যাবে। টেলিটকের মাধ্যমে ফল জানার জন্য মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে PSC (বড় হাতের) লিখে একটি স্পেস দিয়ে 35 লিখে আরেকটি স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার লিখে ১৬২২২ নাম্বারে মেসেজ পাঠাতে হবে। ফিরতি মেসেজে ফলাফল জানয়ে দেওয়া হবে।